• এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে ছাঁটাই মোহনবাগান! ইরানে খেলতে না যাওয়ায় সিদ্ধান্ত এশীয় ফুটবল সংস্থার
    আনন্দবাজার | ০১ অক্টোবর ২০২৫
  • এই বছরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে ছাঁটাই হয়ে গেল মোহনবাগান। ২০২৫-২৬ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে মোহনবাগান নাম প্রত্যাহার করেছে বলে ধরে নেওয়া হয়েছে। মঙ্গলবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এর তরফে এই কথা জানানো হয়েছে।

    মঙ্গলবার মোহনবাগানের খেলা ছিল ইরানের সেপাহানের বিরুদ্ধে। কিন্তু ইরানে ‘রিপোর্ট’ করতে ব্যর্থ হয়েছে মোহনবাগান। এএফসি তাদের বিবৃতিতে জানিয়েছে, “এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর নিয়মের ৫.২ ধারা অনুযায়ী ধরে নেওয়া হয়েছে যে, প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করেছে মোহনবাগান। ৩০ সেপ্টেম্বর ইরানে সেপাহান ফুটবল ক্লাবের বিরুদ্ধে গ্রুপ সি-এর খেলা ছিল মোহনবাগানের। কিন্তু তারা সেখানে রিপোর্ট করেনি।”

    বিবৃতিতে আরও বলা হয়েছে, “৫.৬ ধারা অনুযায়ী, এর আগে মোহনবাগান ও সেপাহানের মধ্যে যে খেলা হয়েছিল তার ফলাফলের কোনও গুরুত্ব নেই। ফলে সেই খেলাও বাতিল ধরা হচ্ছে। ৮.৩ ধারা মেনে গ্রুপ সি-এর পয়েন্ট তালিকায় মোহনবাগানের আগের ম্যাচের গোল বা পয়েন্ট হিসাব করা হবে না।” অর্থাৎ, ২১ অক্টোবর জর্ডনের ক্লাব আল হুসেনের বিরুদ্ধে মোহনবাগানের যে ম্যাচ ছিল তা-ও বাতিল হয়ে গিয়েছে।

    গত বছরও একই ঘটনা ঘটেছিল। মোহনবাগানের গ্রুপেই ছিল ইরানের ক্লাব ট্র্যাক্টর এফসি। তখন ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধ চলছিল ইরানের। পরিস্থিতিও উত্তপ্ত ছিল। নিরাপত্তার কারণে দেখিয়ে ইরানে যেতে রাজি হয়নি তারা। এর পরেই এএফসি জানিয়ে দেয়, মোহনবাগানকে চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে বাদ দেওয়া হচ্ছে।

    এ বছরও নিরাপত্তাহীনতার যুক্তি দেখিয়ে মোহনবাগান ইরানে যেতে অস্বীকার করছে বলে জানা গিয়েছে। এএফসি-কে তারা মাঠ বদলের অনুরোধ করেছিল। সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। তার পরেই এএফসি জানিয়ে দিয়েছে, মোহনবাগান প্রতিযোগিতা থেকে বাদ। অর্থাৎ, বিদেশে খেলতে না যাওয়ায় পর পর দু’বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে ছাঁটাই হয়ে গেল মোহনবাগান।
  • Link to this news (আনন্দবাজার)