• প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা বনমালী রায়, শোকপ্রকাশ নেতৃত্বের
    আনন্দবাজার | ০১ অক্টোবর ২০২৫
  • প্রাক্তন বনমন্ত্রী তথা পাঁচ বারের বিধায়ক বনমালী রায় প্রয়াত। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান বাম নেতা।

    উত্তরবঙ্গের ধূপগুড়ির পাঁচ বারের বিধায়ক ছিলেন বনমালী। রাজ্যের তফসিলি ও আদিবাসী কল্যাণ দফতরের মন্ত্রিত্বও সামলেছেন। পরবর্তী কালে জেলা পরিষদের নির্বাচনে জয়ী হয়ে সভাধিপতির দায়িত্ব সামলেছেন তিনি। তা ছাড়া সিপিএমের জ়োনাল সম্পাদক-সহ একাধিক দলীয় দায়িত্ব পালন করেছেন তিনি।

    বুধবার বনমালীর মৃত্যুসংবাদ পেয়ে প্রাক্তন মন্ত্রীর গাদংয়ের বাসভবনে যান স্থানীয় বাম নেতৃত্ব। শোকপ্রকাশ করেছেন সিপিএমের জেলা সম্পাদক পীযুষ মিশ্র। ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মমতা রায়ও প্রয়াত মন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন। বনমালীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
  • Link to this news (আনন্দবাজার)