উৎসবের মরশুমে রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর। আজ, অক্টোবরের প্রথম দিন তথা মহানবমীতেই রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেল মাসিক ভাতা। পাশাপাশি, জয় বাংলা-সহ একাধিক সামাজিক প্রকল্পের পেনশনও আগেভাগে পৌঁছে যাচ্ছে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে। ফলে দুর্গাপুজোর আনন্দের মধ্যেই স্বস্তি পেয়েছে অসংখ্য পরিবার।
প্রথমে নবান্ন থেকে জানানো হয়েছিল, সেপ্টেম্বর মাসের ভাতা অক্টোবরের শুরুতেই প্রদান করা হবে। পরে অবশ্য বলা হয়, অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে অর্থ জমা হবে অ্যাকাউন্টে। কিন্তু সরকারি ছুটির দীর্ঘ সময় ঘিরে অনেকেই আশঙ্কা করেছিলেন, হয়তো টাকার লেনদেন বিলম্বিত হবে। তবে শেষমেশ রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, উৎসবের কথা মাথায় রেখেই আজ, ১ অক্টোবরই অর্থ প্রদান করা হচ্ছে। ফলে লক্ষ্মীপুজোর অনেক আগেই মহিলাদের হাতে পৌঁছে গেল আর্থিক সহায়তা।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন। ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই প্রকল্পের সুবিধাভোগী। নিয়ম অনুযায়ী, তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ টাকা এবং সাধারণ সম্প্রদায়ের মহিলারা ১০০০ টাকা পান। প্রতি মাসে নির্দিষ্ট সময়েই এই অর্থ সরাসরি অ্যাকাউন্টে জমা হয়। এবারের উৎসবের আবহে তা আরও দ্রুত প্রদান করা হল। শুধু মহিলাদের জন্য নয়, জয় বাংলা ও অন্যান্য সামাজিক প্রকল্পের পেনশনভোগীরাও একই দিনে টাকা পাচ্ছেন। প্রবীণ নাগরিক থেকে আর্থিকভাবে পিছিয়ে পরা পরিবার সবাই এই আগাম আর্থিক সহায়তা পেয়ে স্বস্তি অনুভব করছেন।
এদিকে সরকারি কর্মীদের ক্ষেত্রেও উৎসবের আগে বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। সাধারণত মাসের শেষে বা নতুন মাসের প্রথম দিকে বেতন প্রদান করা হলেও এবারে কর্মীরা সেপ্টেম্বর মাসের বেতন হাতে পেয়েছেন ২৪ ও ২৫ তারিখেই। নির্ধারিত সময়ের আগে বেতন পৌঁছানোয় উৎসবের আনন্দ আরও বেড়েছে তাঁদের মধ্যে।