দুর্গাপুজোর পরেই বাংলায় শুরু হচ্ছে SIR, নির্বাচনী আধিকারিকের দফতরে নিয়োগ ২ IAS
হিন্দুস্তান টাইমস | ০২ অক্টোবর ২০২৫
দুর্গাপুজোর উৎসব শেষ হতেই পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে শুরু হতে চলেছে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই তার ইঙ্গিত দেওয়া হয়েছে। আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নতুন করে দুইজন আইএএস অফিসারকে নিয়োগ করলো নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১১ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের অফিসার অরুণ প্রসাদকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, ২০১৩ ব্যাচের অফিসার হরিশঙ্কর পানিকরকে নিয়োগ করা হয়েছে যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক পদে। তাঁদের দায়িত্ব হবে এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন কার্যক্রমকে আরও স্বচ্ছ ও নিখুঁত করা।
ওয়াকিবহাল মহলের মতে, খুব শীঘ্রই বাংলায় শুরু হয়ে যাবে বিশেষ নিবিড় সংশোধনের কাজ। কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে, ২৬ সেপ্টেম্বরের মধ্যে, সর্বোচ্চ ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে। অনুমান করা হচ্ছে, অক্টোবরে কমিশন এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং তারপরই দেশজুড়ে শুরু হবে এসআইআর। ইতিমধ্যেই বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সেখানে দেখা গিয়েছে, রাজ্যের মোট ৭.৮৯ কোটি ভোটারের মধ্যে বাদ পড়েছে প্রায় ৪৮ লক্ষ নাম। বর্তমানে তালিকায় রয়েছে ৭.৪ কোটি ভোটার। এই অভিজ্ঞতার পর পশ্চিমবঙ্গ কমিশনের কাছে আরও বেশি গুরুত্ব পাচ্ছে।
আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। ফলে বাংলায় এসআইআর-এর কাজ স্বচ্ছভাবে সম্পন্ন করা নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। বিশেষত বিহারে বিরোধী রাজনৈতিক দলগুলির আপত্তি এবং সুপ্রিম কোর্টে মামলা দায়েরের পর, বাংলায় প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য। অতএব, দুর্গাপুজোর আবহ কাটতেই রাজ্যজুড়ে শুরু হবে ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ। নতুন আইএএস অফিসারদের নিয়োগে কমিশন যে এবার ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কোনও শিথিলতা রাখতে চাইছে না, তা স্পষ্ট হয়ে গেল।