• পুজোর থিম সংবিধান, কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে শুভেচ্ছা রাষ্ট্রপতির
    হিন্দুস্তান টাইমস | ০২ অক্টোবর ২০২৫
  • দুর্গাপুজোর মরশুম মানেই সৃজনশীল ভাবনা ও শিল্পের উদ্ভাবন। শহর-গ্রামের পুজো কমিটিগুলো একে অপরকে টেক্কা দিতে নানা ধরনের থিম নিয়ে হাজির হয়। এইবার সেই থিমে নজর কেড়েছে কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে তারা এই পুজোকে ঘিরে তৈরি করেছে বিশেষ থিম, ‘সংবিধান আমাদের আত্মসম্মান’। এই বিশেষ ভাবনার জন্য পুজো কমিটিকে শুভেচ্ছাবার্তা পাঠালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।


    কাদাপাড়ার ফুলবাগান সংলগ্ন এলাকায় ভট্টাচার্য পরিবারের উদ্যোগে ১৯৫০ সালে শুরু হয় মায়ের আরাধনা। ধীরে ধীরে পুরো পাড়া মিলিত হয়ে পুজোকে সার্বজনীন আকার দেয়। কমিটির অন্যতম উদ্যোক্তা শান্তি সর্ববঞ্জ বলেন, এই বছর তাঁদের পুজো ৭৫তম বর্ষে পড়েছে। ঠিক একই বছর ভারতের সংবিধানও ৭৫ বছর পূর্ণ করেছে। তাই এই ভাবনাই মণ্ডপে তুলে ধরা হয়েছে। দর্শকরা এখানে এলে মুঘল আমল থেকে ব্রিটিশ শাসন, পরবর্তীকালে সংবিধান কীভাবে রচিত হল, তা সব দেখতে পাবেন।

    শুধু ইতিহাস নয়, পুজো মণ্ডপে সংবিধানের অধিকার সম্পর্কেও দর্শকদের তথ্য দেওয়া হয়েছে। ছয় মিনিটের একটি ভিডিয়ো প্রজেকশনের মাধ্যমে এই বার্তা কার্যকরভাবে উপস্থাপন করা হয়েছে।

    পুজোর কয়েকদিন আগে কমিটির সদস্যরা সাংবিধানিক প্রধানকে ইমেল করে তাদের থিম সম্পর্কে অবহিত করেন। সেই ইমেলের জবাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি লিখেছেন, ‘দুর্গা পুজোর উৎসব আমাদের সংস্কৃতি, আস্থা এবং আধ্যাত্মিক গৌরবের প্রতীক। মহিলাদের যোগ্য সম্মান নিশ্চিত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব।’

    শুধু রাষ্ট্রপতি নয়, কমিটি লোকসভার স্পিকার ওম বিড়লাকেও তাদের ভাবনা জানিয়ে ইমেল পাঠিয়েছে। স্পিকারও জবাবে কমিটিকে শুভেচ্ছা জানান। কমিটির সভাপতি রমেশ প্রসাদ বলেন, মায়ের কাছে তাদের প্রার্থনা, দশ হাতে দেশের সংবিধান রক্ষা করুন। মানুষ যেন নিজের অধিকার ভুলে না যায়, সেই বার্তাও তারা এই থিমের মাধ্যমে তুলে ধরেছেন। এইবারের কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব শুধু নান্দনিকতা নয়, বরং সাংবিধানিক সচেতনতার প্রতীক হিসেবেও নজর কেড়েছে। রাষ্ট্রপতির সরাসরি শুভেচ্ছা প্রাপ্তি এই থিমের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)