• প্রয়াত হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতশিল্পী পণ্ডিত চান্নুলাল মিশ্র
    এই সময় | ০২ অক্টোবর ২০২৫
  • প্রয়াত হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতশিল্পী পণ্ডিত চান্নুলাল মিশ্র। মৃত্যুকালীন বয়স ৮৯। বৃহস্পতিবার ভোরে উত্তর প্রদেশের মির্জাপুরে মেয়ের বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    প্রধানমন্ত্রী মোদী বিজয় ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ প্রসঙ্গে তিনি X হ্যান্ডলে একটি পোস্টও করেছেন।

    আজ, বৃহস্পতিবার গান্ধী জয়ন্তী। ‘জাতির জনক’ মোহনদাস করমচাঁদ গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির রাজঘাটে গান্ধী মূর্তিতে ফুল দিয়েছেন তিনি। এ ছাড়াও, গান্ধী জয়ন্তী X হ্যান্ডলে একটি পোস্টও করেছেন তিনি।

    ২ অক্টোবর ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী। মহাত্মা গান্ধীর সঙ্গে বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে তাঁর জন্মদিন। শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মহাত্মা গান্ধীকেও শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    বৃহস্পতিবার থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট সিরিজ়। এশিয়া কাপে ভারতের দুরন্ত জয়ের পরে এই টুর্নামেন্টে দিকে নজর সকলের।

    আজ বিজয়া দশমী, দুর্গাপুজোর শেষ দিন। উমা ফিরবেন নিজের বাড়ি। আবার একটি বছরের অপেক্ষা। কিন্তু সকাল থেকেই আকাশের মুখ ভার। এ দিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)