• মদ্যপ অবস্থায় রামলীলা ময়দানে বেপরোয়া গাড়ির তাণ্ডব, আহত তিন, নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন
    আজকাল | ০২ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আবহের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা গাজিয়াবাদে। কবিনগরের রামলীলা ময়দান চত্বরে ঢুকে পড়ল বেপরোয়া একটি গাড়ি। চালকের উদ্দাম আচরণে তীব্র আতঙ্ক ছড়ায়, গাড়ির ধাক্কায় আহত হয়েছেন তিন জন। বুধবার ভোররাতে এই ঘটনাকে কেন্দ্র করে মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্নচিহ্ন। ঘটনার জেরে পুলিশ অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে।

    ধর্মীয় রামলীলা কমিটির সহ-সভাপতি অজয় জৈন জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ভোররাত সাড়ে তিনটে নাগাদ। সেই সময় একটি আই ২০ গাড়ি হঠাৎই প্রবল গতিতে ময়দানে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি দুই নিরাপত্তারক্ষী বিবেক ও হিতেশ কুমার এবং পিন্টু নামে পরিচিত এক দোকানদার মদন গোপালকে ধাক্কা মারে। আচমকা এই ঘটনায় উপস্থিত বাকিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

    অজয় জৈনের কথায়, “উপস্থিত লোকজন চালককে ধরার চেষ্টা করলে সে পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে। সেই সময় ময়দানের ২ নম্বর গেট এবং ই-ব্লকের গেটে ধাক্কা মেরে সে গাড়ি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে।” ময়দানের বাইরে বেরিয়েও গাড়িটি স্থানীয় পথচারীদের ধাক্কা মেরেছে বলে শোনা গেলেও, পুলিশ সূত্রে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি।

    ঘটনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির চালককে শনাক্ত করা হয়। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জানিয়েছেন, অভিযুক্তের নাম ঈশান সিংহ। সে মিরাট জেলার গোবিন্দপুরীর বাসিন্দা। পুলিশ তাকে গ্রেপ্তার করার পাশাপাশি গাড়িটিও বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, সে রামলীলা দেখতেই ময়দানে এসেছিল।

    এই চাঞ্চল্যকর ঘটনার পরেই রামলীলা ময়দানের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, মেলা প্রাঙ্গণে ঢোকার জন্য চারটি গেট রয়েছে এবং মেলার সময় কোনও গাড়ি ভিতরে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ। তা সত্ত্বেও কী ভাবে ওই আই ২০ গাড়িটি ভিতরে ঢুকল, তা নিয়ে কমিটির মধ্যেই সুরক্ষায় গাফিলতির আশঙ্কা তৈরি হয়েছে।

    অজয় জৈন বলেন, “অনেকেই মেলার সঙ্গে যুক্ত বা সরকারি অনুমতি আছে, এমন নানা অজুহাত দেখিয়ে গাড়ি ভিতরে ঢোকানোর চেষ্টা করে। কখনও নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক করে, বা জিনিসপত্র পৌঁছে দেওয়ার নাম করে জোর করে ঢুকে পড়ে।” এই দুর্ঘটনার পর অবশ্য নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে বলে খবর। রামলীলা কমিটির তরফে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছে। পুলিশ আধিকারিকেরা আশ্বাস দিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)