• উৎসবের আবহে ত্রিপুরায় মহা-উদ্বেগ, কারারক্ষীকে মেরে জেল থেকে পালল এক বাংলাদেশি-সহ ছয় দুষ্কৃতী...
    আজকাল | ০২ অক্টোবর ২০২৫
  • নিতাই দে, আগরতলা: দুর্গোৎসবের মহানবমীতে ত্রিপুরার এক সংশোধনাগারে জেল কর্মীদের মারধর করে পালিয়ে গেল ছয়'জন দুষ্কৃতী। তাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক বলেও জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় এক জেল কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন। বন্দিদের পালিয়ে যাওয়ার ঘটনাটি উত্তর জেলার ধর্মনগরে কারাগারে ঘটেছে। 

    নবমীর ভোরে ধর্মনগরের কালিকাপুর স্থিত সাব জেল থেকে একসাথে ছয়'জন কুখ্যাত আসামী পালিয়ে গিয়েছে। জানা গেছে, জেল কর্মীদের মারধর করে মূল ফটক ভেঙেই পালায় তারা। পলাতক আসামিদের মধ্যে রয়েছে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন, রহিম আলী, সুনীল দেববর্মা, নারায়ণ দত্ত, রোজান আলী ও আব্দুল পাতা। সংশোধনাগার সূত্রে খবর, এদের মধ্যে একজন অসমের এবং অপর একজন বাংলাদেশের বাসিন্দা। প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা এবং বিভিন্ন অপরাধের রেকর্ড।

    ধর্মনগরের মহকুমা শাসক তথা সাবজেলের সুপার দেবযানী চৌধুরী জানিয়েছেন, পলাতকদের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ও বাকি পাঁচজনের বিচার চলছে।

    জেল কতৃপক্ষের দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে প্রথমে, একজন আসামী হাতে একটি গামছা জাতীয় একটি কাপড় নিয়ে পিছন থেকে এসে কারাগারের গেটে বসে থাকা কারারক্ষীর গলায় পেচিয়ে ধরে। আসামীর সঙ্গে থাকা আরও দু'জন কারাগারের রক্ষীকে মারতে থাকে। একজন কারার রক্ষির পকেট থেকে চাবি ছিনিয়ে কারাগারের গেট খুলে ফেলে। এরই মধ্যে ঘটনার আঁচ করতে পেরে কারারক্ষী এগিয়ে এলে দ্রুত পাঁচজন আসামী গেট দিয়ে পালিয়ে যায়। এরই মধ্যে একজন গেটের পাশে অন্য একটি ঘরে ঢুকে পড়ে। পরবর্তী সময়ে সেই আসামীও পালিয়ে যায়। 

    এদিকে কারাগার থেকে পলাতক আসামিদের হাতে আক্রান্ত হয়ে কারারক্ষী আহত অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 

    তবে কাকভোরে যে ছয় আসামী পালিয়ে গিয়েছিল তাদের মধ্যে অন্যতম আসামের বাসিন্দা আব্দুল পাতাকে বুধবার বিকেল পাঁচটায় ধরে ফেলে পুলিশ। সে গাড়ি নিয়ে অসমে যাওয়ার পথে ধর্মনগর থানার পুলিশের হাতে পাকড়াও হয়। তার বাড়ি অসমের নিলাম বাজারে। আরও পাঁচ জন জেলবন্দি পলাতক আসামীর খোঁডে তল্লাশি চলছে বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার। তবে ত্রিপুরাতে এই প্রথম কারারক্ষীদের মারধর করে জেল থেকে পালিয়ে গেল  একসঙ্গে ছয়'জন আসামী। এ ঘটনাকে ঘিরে উত্তর ত্রিপুরা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।
  • Link to this news (আজকাল)