সিপিএমের তরুণীর নৃত্য দেখে প্রশংসায় পঞ্চমুখ কুণাল, দিলেন দলের তরুণদের বার্তা
হিন্দুস্তান টাইমস | ০২ অক্টোবর ২০২৫
রাজনীতির ময়দানে প্রতিপক্ষকে আক্রমণ করাই যাঁর স্বভাবসিদ্ধ, সেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এবার অন্য মেজাজে। সিপিএমের বিরুদ্ধে তীব্র সমালোচনা তাঁর নিয়মিত কাজ হলেও, উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় সিপিএম-ঘনিষ্ঠ এক তরুণীর নৃত্য পরিবেশন দেখে তিনি মুগ্ধ। প্রকাশ্যে সেই প্রশংসা জানাতেও ভোলেননি কুণাল। আর এই নিয়েই রাজনীতিতে শুরু হয়েছে জোরচর্চা।
দুর্গাপুজোর সময় সিপিএম সরাসরি কোনও মণ্ডপে যুক্ত না থাকলেও, প্রতিবছরই তারা পুজোমণ্ডপের অদূরে প্রগতিশীল বইয়ের স্টল খোলে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। সেই বইমেলার সামনেই বাজছিল গান ‘রানার ছুটেছে’। গানের সঙ্গে রাস্তায় নাচছিলেন সিপিএমের এক তরুণী। তাঁর সেই নৃত্যের ভিডিয়ো সামাজিক মাধ্যমে পোস্ট করে কুণাল লেখেন, সিপিএমের সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকবেই। কিন্তু মেয়েটির পারফরম্যান্স সত্যিই দারুণ লেগেছে। কোনও দল যখন কঠিন সময়ের মধ্যে থাকে, তখন এভাবে মেদঝরা উপস্থিতি আর তরুণদের এই ঝলক নিঃসন্দেহে ইতিবাচক ও স্বাস্থ্যকর। তবে প্রশংসার পাশাপাশি কুণাল রাজনৈতিক বার্তাও দিতে ভোলেননি। তিনি লিখেছেন, সিপিএমকে ভোট মানে বিজেপি-বিরোধী ভোট নষ্ট করা। ‘ওদের একটি ভোটও দেবেন না।’ তৃণমূলের সাধারণ সম্পাদক আরও যোগ করেন, তৃণমূলে নতুন প্রজন্মের অনেকেই কাজ করছেন। তবে এই ধরনের তিতিক্ষা ও একাগ্রতা আরও বাড়ানো প্রয়োজন।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে প্রায় দেড় দশক ধরে সিপিএম অস্তিত্বের জন্য লড়ছে। বিধানসভা ও লোকসভায় তাদের আসন কার্যত শূন্য। তবুও সাম্প্রতিক সময়ে একঝাঁক তরুণ-তরুণী সংগঠনে যুক্ত হয়েছেন। যদিও রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁদের প্রকৃত ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও, কুণাল ইতিবাচক দিকটি স্বীকার করেছেন।
রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন, কুণাল ঘোষ আসলে এভাবেই ইঙ্গিতে পাঠ দিচ্ছেন তৃণমূলের তরুণদেরও, যাঁরা দলের ক্ষমতার সময় দলে যোগ দিয়েছেন, কিন্তু কঠিন সময়ের মুখোমুখি হননি। অতএব, সিপিএমের তরুণ প্রজন্মের সাংস্কৃতিক উচ্ছ্বাসে কুণালের প্রশংসা যেমন অবাক করেছে অনেককে, তেমনি তৃণমূলের নতুন প্রজন্মের উদ্দেশে তাঁর এই মন্তব্যকে দেখানো হচ্ছে এক ধরনের সতর্কবার্তা হিসেবেও।