• নবমীতে ফের মেয়েকে নিয়ে প্যান্ডেল হপিংয়ে অভিষেক, কথা বললেন শিল্পীদের সঙ্গে
    হিন্দুস্তান টাইমস | ০২ অক্টোবর ২০২৫
  • অষ্টমীর পর নবমীতেও অন্য আবহে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন তিনি পৌঁছন উত্তর কলকাতার প্রাচীন চালতাবাগান সার্বজনীন দুর্গোৎসবে। এদিনও সঙ্গে ছিলেন তাঁর কন্যা আজানিয়া। ৮১ বছরে পা দেওয়া এই পুজোর এবারের থিম ‘আমি বাংলায় বলছি’, যা ঘিরে রীতিমতো উচ্ছ্বাস দর্শকদের মধ্যে।


    দিনের প্রথম ভাগে প্রবল বৃষ্টিতে ভিজেছিল কলকাতা। তবে বিকেলের পর আবহাওয়া স্বাভাবিক হতেই অভিষেক কন্যাকে নিয়ে উপস্থিত হন চালতাবাগান মণ্ডপে। মণ্ডপের প্রতিটি অংশ ঘুরে ঘুরে দেখেন তিনি। প্রতিমাদর্শন করেন এবং শিল্পীদের কাছ থেকে থিমের ব্যাখ্যাও শোনেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে কবিগুরুকে শ্রদ্ধা জানান অভিষেক। এইবার চালতাবাগানের মণ্ডপে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা ভাষার ইতিহাস, সাহিত্যচর্চা ও ভাষা আন্দোলনের নানা দিক। রয়েছে বিদ্যাসাগরের বর্ণপরিচয়, রবীন্দ্রনাথের সহজপাঠ, স্বাধীনতা সংগ্রামে বাংলার গান ও কবিতার ভূমিকার মতো দিকও। পাশাপাশি বাংলার বহু মণীষীর প্রতিকৃতি স্থান পেয়েছে মণ্ডপে। সেইসব জায়গায় ঘুরে ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলার সংস্কৃতি ও ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

    প্রসঙ্গত, আগের দিন অর্থাৎ অষ্টমীতেও মেয়েকে নিয়ে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে বেরিয়েছিলেন তিনি। সেদিন দমদমের জপুরে প্যান্ডেল হপিংয়ের সময় কয়েকজন ভিনরাজ্য থেকে ফিরে আসা শ্রমিকের সঙ্গে কথা বলেন অভিষেক। তাঁদের সমস্যার খোঁজ নেন, সংসারের অবস্থা জানতে চান এবং হাতে তুলে দেন পুজোর উপহার। এমনকি তাঁদের সঙ্গে বসেই খান ফুচকা।নবমীতে চালতাবাগানের থিম মণ্ডপে ঘুরে দেখার পরও একই আবহ বজায় রাখেন অভিষেক।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)