• দশমীর সকাল থেকেই মুখভার আকাশের, নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, পূর্বাভাস আলিপুরের
    দৈনিক স্টেটসম্যান | ০২ অক্টোবর ২০২৫
  • বৃষ্টির পূর্বাভাস থাকলেও নবমী পর্যন্ত মোটের উপর নির্বিঘ্নেই কেটেছে পুজোর দিনগুলো। যদিও নবমীর মাঝরাত থেকেই বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে।  হাওয়া অফিসের, দশমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবার মধ্যরাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সিস্টেম ২ অক্টোবর দশমীর রাত থেকে ৩ অক্টোবর একাদশীর ভোরের মধ্যে গোপালপুর ও পারাদ্বীপের মাঝখান দিয়ে ওড়িশা ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

    এর প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষত কলকাতা, দুই মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং হাওড়ায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে উৎসবের শেষ লগ্নে ভিজতে পারে বাঙালির পুজো। তবে পরিস্থিতি কেমন হবে, তা নির্ভর করছে নিম্নচাপের গতিপথ ও শক্তির ওপর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)