• পুজোয় সাইবার অপরাধ রুখতে প্রচার বিধাননগর পুলিশের
    আনন্দবাজার | ০২ অক্টোবর ২০২৫
  • বর্তমানে সাইবার অপরাধের লেখচিত্র ক্রমেই ঊর্ধ্বমুখী। তা ঠেকাতে একাধিক পদক্ষেপ করছে পুলিশ-প্রশাসন। অপরাধের ধরন নির্ণয় করা থেকে শুরু করে অভিযুক্তদের গ্রেফতারের ক্ষেত্রে সাফল্যও মিলছে। কিন্তু তার পরেও দেখা যাচ্ছে, প্রতিনিয়ত নতুন পন্থা অবলম্বন করছে প্রতারকেরা। বিশেষত, উৎসবের সময়ে বাড়ছে এই ধরনের অপরাধ। এর পিছনে সচেতনতার অভাব একটি বড় কারণ বলেই মনে করছে প্রশাসন।

    বিধাননগর পুলিশ তাই সচেতনতার প্রসারে এ বার বেছে নিয়েছে শারদোৎসবের মরসুমকে। সল্টলেকে একটি রাস্তার দীর্ঘ অংশ জুড়ে তৈরি করা হয়েছে ‘সাইবার ওয়াল’। যার স্লোগান হচ্ছে ‘বিট দ্য চিট’। সংশ্লিষ্ট সাইবার ওয়ালে জালিয়াতির বিভিন্ন পন্থা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি কী ভাবে সতর্ক থাকলে নাগরিকেরা এই প্রতারণার কবলে পড়বেন না, তা-ও তাঁদের জানানো হচ্ছে।

    পুলিশের তরফে এমন উদ্যোগে খুশি এলাকাবাসীরা। তবে একই সঙ্গে তাঁরা বলছেন, বিভিন্ন পুজো মণ্ডপের কাছে এমন ‘সাইবার ওয়াল’ তৈরি করলে এই প্রচার আরও ফলপ্রসূ হবে। স্থানীয় বাসিন্দা গৌতম মুখোপাধ্যায়ের কথায়, ‘‘এটা ঠিক, সমাজমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ভাবে বিধাননগর পুলিশ সারা বছর সাইবার অপরাধ ঠেকাতে সচেতনতার প্রচার করে। তবে পুজোর সময়ে যে ভাবে এই সাইবার ওয়াল তৈরি করা হয়েছে, তা চোখে পড়তে বাধ্য।’’

    একটি ব্যাঙ্কের সঙ্গে যৌথ ভাবে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ওই সাইবার ওয়াল তৈরি হয়েছে। এক পুলিশকর্তা জানান, সাইবার অপরাধ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে সচেতনতামূলক প্রচারের ভাবনা থেকে এই আয়োজন।
  • Link to this news (আনন্দবাজার)