• রাজঘাটে গান্ধী মূর্তিতে পুষ্প অর্পণ, লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী মোদীর
    এই সময় | ০২ অক্টোবর ২০২৫
  • আজ, ২ অক্টোবর মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী। তাঁদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রাজঘাটে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। একই সঙ্গে বিজয়ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী-র জন্মবার্ষিকীতেও শ্রদ্ধা জানান তিনি।

    X হ্যান্ডলে প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী নিয়ে পোস্টও করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘গান্ধীজি দেখিয়েছেন সাহস কী ভাবে জাতির পরিবর্তন ঘটাতে পারে। তিনি বিশ্বাস করতেন, মানুষের ক্ষমতায়নের জন্য সেবা ও করুণা অপরিহার্য।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা এক বিকশিত ভারত গড়ার লক্ষ্যে তাঁর দেখানো পথেই চলব।’

    অন্য আর একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘লাল বাহাদুর শাস্ত্রী নেতৃত্ব এবং দৃঢ় পদক্ষেপ নেওয়ায় বিশ্বাসী ছিলেন। তাঁর ‘জয় জওয়ান জয় কিষাণ’ স্লোগান দেশপ্রেমের চেতনা জাগায়। শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গড়ার চেষ্টায় তিনি আমাদের আজও অনুপ্রাণিত করে চলেছেন।’

    উল্লেখ্য, ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি পরবর্তীতে মহাত্মা গান্ধী নামে পরিচিত হন। অহিংসা এবং সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লক্ষ লক্ষ ভারতীয়কে একত্রিত করেছিলেন। অন্য দিকে ১৯০৪ সালে উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন লাল বাহাদুর শাস্ত্রী। জওহরলাল নেহেরুর মৃত্যুর পরে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি।

  • Link to this news (এই সময়)