• এবার থেকে ২৪ ঘণ্টাই দোকান থাকবে খোলা, চওড়া হাসি ব্যবসায়ীদের মুখে
    আজকাল | ০২ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্র সরকার রাজ্যের সব ধরনের দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে (মদ বিক্রয়কারী প্রতিষ্ঠান ব্যতীত) সপ্তাহে সাত দিন, দিনে ২৪ ঘণ্টা খোলা রাখার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। এর ফলে রাজ্যের খুচরা ব্যবসা ও বিভিন্ন পরিষেবা খাতে বড় পরিবর্তন আসতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    শিল্প, জ্বালানি, শ্রম ও খনি দফতর এবিষয়ে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, মহারাষ্ট্রের প্রায় সব দোকানপাট ও প্রতিষ্ঠান এখন থেকে নিরবচ্ছিন্নভাবে চালানো যাবে। তবে যেসব স্থানে অ্যালকোহল বিক্রি বা পরিবেশন করা হয়—যেমন পারমিট রুম, বিয়ার বার, ওয়াইন শপ ইত্যাদি—সেগুলো এই নিয়মের আওতায় আসবে না।

    রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সম্প্রতি একাধিক ব্যবসায়ী সংগঠন ও দোকান-মালিকদের কাছ থেকে অভিযোগ আসছিল যে স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ অনেক সময় ব্যবসা-বাণিজ্য ২৪ ঘণ্টা চালাতে দিচ্ছে না। অথচ ২০১৭ সালের মহারাষ্ট্র শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্টস আইন অনুযায়ী এই সুবিধা ইতিমধ্যেই কার্যকর। সেই বিভ্রান্তি দূর করতেই সরকার নতুন করে নির্দেশিকা জারি করল।

    এই নির্দেশিকায় কর্মীদের স্বার্থরক্ষায় কিছু বাধ্যতামূলক নিয়মও রাখা হয়েছে। প্রতিটি কর্মচারীকে টানা ২৪ ঘণ্টার সাপ্তাহিক ছুটি দিতে হবে। অর্থাৎ, ব্যবসা চললেও কর্মীদের বিশ্রামের সুযোগ নিশ্চিত করতে হবে। শ্রম আইনের আওতায় এই শর্ত পূরণ করা না হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    সরকারি বিজ্ঞপ্তিতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে তারা আর কোনওভাবেই ব্যবসা প্রতিষ্ঠানকে বাধা দিতে পারবে না। বরং সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আগে থিয়েটার ও সিনেমা হলও নির্দিষ্ট সময় পর্যন্ত চালানোর বাধ্যবাধকতায় ছিল। তবে নতুন নির্দেশনায় সেগুলোকে আর সীমাবদ্ধতার মধ্যে রাখা হয়নি।

    সরকারি মহল ও বাণিজ্য মহলের মতে, এই সিদ্ধান্ত ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আনবে। বিশেষ করে খুচরা বাজার, খাদ্যপণ্য, ফ্যাশন, ইলেকট্রনিক্স ও অনলাইন অর্ডার-ভিত্তিক পরিষেবা খাতে এর বড় ইতিবাচক প্রভাব পড়বে। পর্যটন শিল্পও এর ফলে উপকৃত হবে। মুম্বই, পুনে, নাগপুরের মতো বড় শহরে রাতের বেলা কর্মসংস্থান ও পরিষেবা উভয়ই বেড়ে যাবে।

    শিল্প মহলের বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বের বহু বড় শহরে ২৪ ঘণ্টা ব্যবসা চালু থাকে, যার ফলে অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য বাড়ে। মহারাষ্ট্র সরকার এই নীতির মাধ্যমে একদিকে যেমন ব্যবসায়ীদের আরও বেশি সুযোগ করে দিচ্ছে, অন্যদিকে ভোক্তাদেরও বাড়তি সুবিধা প্রদান করছে।

    সার্বিকভাবে বলা যায়, মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের ব্যবসা খাত নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়াল। যদিও অ্যালকোহল বিক্রয় সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো বাদ পড়েছে, তবে অধিকাংশ দোকান ও পরিষেবা কেন্দ্রের জন্য ২৪ ঘণ্টা খোলা রাখার স্বাধীনতা নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ।
  • Link to this news (আজকাল)