'মা করো না', ছেলের কথায় কর্ণপাত না করে শাশুড়ির সঙ্গে যা করলেন যুবতী, ভিডিও করে ছড়িয়ে দিল নাতিই, নিন্দা চারদিকে...
আজকাল | ০২ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ছোট শিশু, চিৎকার করছে, কাতর অনুনয় করছে তার মায়ের কাছে। বারবার বলছে, 'মা করো না'। কিন্তু শুনছেন না যুবতী। পরপর আঘাত করছেন অপর এক বৃদ্ধাকে। প্রথমে গ্লাস দিয়ে, পরে মেঝেতে ফেলে মারধোর। জানা গিয়েছে, ওই বৃদ্ধা মহিলা, যুবতীর শাশুড়ি হন সম্পর্কে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই নিষ্ঠুর আক্রমণের ভিডিও। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই মারধোর, আক্রমণের ঘটনা ঘটেছে পাঞ্জাবের গুরদাসপুরে।
ভিডিওতে বেশকিছু কথোপকথনও শোনা গিয়েছে। সেসব শুনে রীতিমতো শিউরে উঠছেন সাধারণ মানুষ। ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভিডিওতে যে যুবতীকে দেখা গিয়েছে, শাশুড়িকে অকথ্য অত্যাচার করতে, তাঁর নাম হরজিত কৌর। তাঁর শাশুড়ির নাম গুরবাজান কৌর। ভিডিওতে শোনা গিয়েছে, একটি শিশু, হরজিতের পুত্র পাঞ্জাবি ভাষায় বারাবার তার মা'কে অনুরোধ করছে, মারধোর না করতে। কিন্তু তিনি প্রথমের দিকে কর্ণপাতই করছিলেন না। দেখা যায়, প্রথমে একটি স্টিলের গ্লাস দিয়ে শাশুড়িকে আঘাত করেন তিনি। পরে তাঁকে মারধোর করেন। ছেলে বারবার অনুনয় করার পর, মারধোর থেকে বিরত থাকলেও গালিগালাজ দিতে দেখা যায় হরজিতকে। মারার হুমকিও দেন।
জানা গিয়েছে, ঘটনাটি রবিবারের। হরজিত মাঝে মাঝেই শাশুড়ির উপর অত্যাচার করেন বলে অভিযোগ। জানা গিয়েছে, সেদিন পূত্রবধুর গালিগালাজের ভিডিও করছিলেন গুরবাজান, হরজিত তা বুঝতে পেরেই আরও অত্যাচার চালান। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে যে শিশুর কথা শোনা গিয়েছে, অর্থাৎ হরজিতের পুত্র চরতবীর সিং জানিয়েছে, তার মা মাঝে মাঝেই মদ্যপান করে ফেরেন এবং তাঁর ঠাকুমার উপর অকথ্য অত্যাচার করেন। অভিযোগ, হরজিত গুরবাজানকে তাঁর সম্পত্তি হস্তান্তরের জন্য চাপ দিচ্ছিলেন লাগাতার।
সূত্রের খবর, হরজিতের পুত্র তাঁর বিরুদ্ধে আরও বড় অভিযোগ করেছেন। অভিযোগ, হরজিত মাঝে মাঝেই মদ্যপান করেন। কেবল তা নয়, স্বামী রাজি না হলেও, তাঁকেও সঙ্গ দিতে জোর করেন। স্বামী তাতেও রাজি না হলেই শুরু হয় অত্যাচার। তিনি পুত্র এবং স্বামীর উপরেও অত্যাচার করেন বলে অভিযোগ। চরতবীরই সেদিনের বাকি মারধোরের ঘটনা রেকর্ড করে বলে জানা গিয়েছে।
অন্যদিকে সামনে এসেছে আরও একটি ঘটনা। ভাইয়ে ভাইয়ে বিবাদ। প্রাণ গেল একজনের। ঘটনার সময়ের কথা ভেবে, কেঁপে উঠছেন সাধারণ মানুষ। ঘটনাস্থল উত্তরপ্রদেশ। জানা গিয়েছে, আবর্জনা ফেলা নিয়ে বিবাদের সূত্রপাত, পরিস্থিতি এমন দিকে গড়ায় যে ভাইকে কুপিয়ে দিলেন অপর ভাই। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার, ছোট ভাইয়ের মেয়ে সুনীল, বীরেন্দ্রের (৪০) বাড়ির সামনে আবর্জনা ফেলে দেয় বলে অভিযোগ। বীরেন্দ্র আপত্তি জানালে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। কিছুক্ষণেই ভাইয়ে-ভাইয়ের বিবাদ তীব্র আকার নেয়।
অভিযোগ, ঝগড়ার এক পর্যায়ে গিয়ে, সুনীল এবং তাঁর স্ত্রী গুড্ডো ৪০ বছর বয়সী ব্যক্তির মাথায় কুড়াল এবং লাঠি দিয়ে আঘাত করে। গুরিতর আহত হন ওই ব্যক্তি, ব্যাপক রক্তক্ষরণ ঘটে। বীরেন্দ্রকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয় এবং পরে তাঁকে মিরাটের একটি হাসপাতালে রেফার করা হয় শারীরিক পরিস্থিতি বিচারে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর বীরেন্দ্রের স্ত্রী চঞ্চল সুনীল এবং গুড্ডোর বিরুদ্ধে মামলা দায়ের করেন।