• নিম্নচাপটির গতিপ্রকৃতি কী? কোন জেলায় কত বৃষ্টি? লেটেস্ট UPDATE
    আজ তক | ০২ অক্টোবর ২০২৫
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে চলবে বৃষ্টিপাত। দশমী থেকে একাদশী টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আগামী তিন দিন টানা বৃষ্টি চলবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দ্বাদশীর পর আবহাওয়ার উন্নতি হবে।

    বাংলা থেকে কতদূরে রয়েছে নিম্নচাপ?
    বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়েছে। ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি ছিল, তা গত কয়েক ঘণ্টায় আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে এবং গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাতের মধ্যে গভীর নিম্নচাপ আকারে তা ওড়িশা-অন্ধ্র উপকূলবর্তী গোপালপুর এবং পারাদ্বীপের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।

    নিম্নচাপের জেরে কোথায়, কতটা বৃষ্টি হবে?
    বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি রয়েছে। শুক্রবার অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। 

    বৃহস্পতিবার হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। চলবে রবিবার পর্যন্ত।

    বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের এই সময়ে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা আছে।

    উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি
    রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। শুক্রবার ও শনিবার এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। 
  • Link to this news (আজ তক)