• অশোকনগরে রাস্তার ধারে উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবতীর দেহ!
    দৈনিক স্টেটসম্যান | ০২ অক্টোবর ২০২৫
  • অশোকনগরে রাস্তার ধার থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবতীর ক্ষতবিক্ষত দেহ। বৃহস্পতিবার সাতসকালে যুবতীর দেহ উদ্ধার হয়। মাথা-সহ শরীরের একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন। খুন নাকি দুর্ঘটনা তা নিয়ে ধোঁয়াশা। তবে পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে যুবতীর।

    অশোকনগর পাঁচ নম্বর মোড়ে যশোর রোডের পাশে যুবতীর দেহ উদ্ধার হয়। রাস্তার ধারে একটি ঝোপের মধ্যে যুবতীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।  অশোকনগর থানায় তাঁরা খবর দেন। যুবতীর নাম পরিচয় জানা যায়নি।

    মেয়েটি ওই এলাকায় এল কী করে? মৃত্যু হল কী করে?  দুর্ঘটনা ঘটেছে না কি, পিছনে অন্য কারণ রয়েছে? সব নিয়েই ধোঁয়াশা রয়েছে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।

    স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার জেরে এই ঘটনা। তবে সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)