‘আত্মনির্ভরশীলতাই এগিয়ে যাওয়ার একমাত্র উপায়’, মোদির সুরেই স্বদেশি পণ্য কেনার ডাক ভাগবতের
প্রতিদিন | ০২ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মনির্ভরশীলতাই দেশকে এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। তাই বিদেশি দ্রব্য বর্জন করে স্বদেশি পণ্য কেনার আহ্বান জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। কয়েকদিন আগে এরকমই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই সুর শোনা গেল সংঘ প্রধানের গলাতেও।
বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন নাগপুরে আরএসএসের সদর দপ্তর থেকে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, “বর্তমান বিশ্বে অন্য দেশের উপর নির্ভরশীলতা যেন বাধ্যতায় পরিণত না হয়। ভারতের উচিত স্বদেশি পণ্যের দিকে মনোনিবেশ করা। আত্মনির্ভর হলেই ভারত কেবল নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবে। স্বদেশী দ্রব্যের ব্যবহার এবং স্বাবলম্বী হওয়ার কোনও বিকল্প নয়।” মোহন আরও বলেন, “পৃথিবী পারস্পরিক নির্ভরতার উপর নির্ভরশীল।কোনও দেশ বিচ্ছিন্নভাবে বেঁচে থাকতে পারে না। কিন্তু এই পারস্পরিক নির্ভরতাকে বাধ্যবাধকতায় পরিণত করা উচিত নয়। আমাদের স্বদেশি এবং স্বনির্ভরতার দিকে এগিয়ে যেতে হবে। এর কোনও বিকল্প নেই।”
প্রসঙ্গত, আমেরিকার সঙ্গে ভারতের শুল্কযুদ্ধ চরম আকার নিয়েছে। দেশের উপর কার্যকর হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের বোঝা। কার্যত বন্ধ হয়েছে আমেরিকায় ভারতীয় পণ্য রপ্তানি। শুধু তাই নয়, আমেরিকায় চাকরির সন্ধানে যাওয়া ভারতীয়দের জন্য এইচ১বি ভিসার খরচ বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। যা সাধারণ মধ্যবিত্তের সাধ্যের বাইরে। সরাসরি এর গুরুতর প্রভাব ভারতের উপর পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি এগোতে শুরু করেছে ধীর পায়ে। যদি তা সম্পন্ন হয়, তবে এর জেরে কম শুল্কে ভারতের বাজারে প্রবেশাধিকার পাবে মার্কিন পণ্য। চাপ পড়বে ভারতীয় ব্যবসায়ীদের উপর। এহেন পরিস্থিতির মাঝেই তাৎপর্যপূর্ণভাবে স্বদেশি পণ্য কেনার জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার সেই সুর শোনা গেল ভাগবতের গলাতেও।