শুল্কযুদ্ধের মাঝেই ভারতে মোদি-পুতিন বৈঠক! ট্রাম্পকে রুখতে কি ছক দুই ‘বন্ধু’র?
প্রতিদিন | ০২ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কযুদ্ধের’ মাঝেই ডিসেম্বরে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্টকে মোকাবিলার জন্য প্রাথমিকভাবে দুই বন্ধু কৌশলগত বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। তবে বৈঠকে আরও বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর।
সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে চিনে গিয়েছিলেন মোদি। সেই সময় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়া গত আগস্ট মাসে মাস্কো সফরে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তখনই শোনা গিয়েছিল, মোদির সঙ্গে বৈঠক করতে ভারতে আসবেন রুশ প্রেসিডেন্ট। এবার দিনক্ষণ প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আগামী ৫ ডিসেম্বর ভারতে আসতে চলেছেন পুতিন। সূত্রের খবর, ট্রাম্পের শুল্কবাণ ছাড়াও দু’দেশের সম্পর্ক আরও মজবুদ করতে এবং বাণিজ্য, প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী দুই রাষ্ট্রপ্রধানই।
উল্লেখ্য, ট্রাম্পের অন্যায্য দাবির কাছে মাথানত না করায় বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়নি ভারত-আমেরিকার। তার উপর রুশ তেল কেনায় ভারতের উপর রীতিমতো চাপ সৃষ্টি করতে শুরু করে আমেরিকা। হুমকির পাশাপাশি চাপানো হয় ৫০ শতাংশ শুল্কের বোঝাও। বাণিজ্যচুক্তির কোনও অগ্রগতি না-হলে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে কোনও আলোচনা করবেন না বলে জানায় হোয়াইট হাউস। তবে মাঝে মধ্যে নয়াদিল্লির সঙ্গে বন্ধুত্বের কথা বললেও আড়ালে ‘বন্ধু’ দেশগুলির কাছে ট্রাম্প অনুরোধ করছেন, ভারতের উপর যেন ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো হয়। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।