• কলম্বিয়ায় ছাত্রদের সামনে গণতন্ত্র নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন রাহুল গান্ধী...
    আজকাল | ০৩ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  কংগ্রেস নেতা রাহুল গান্ধী আবারও শাসক বিজেপির বিরুদ্ধে গণতন্ত্র ক্ষয় করার অভিযোগ তুলেছেন। এবার তিনি কলম্বিয়ার EIA ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় বক্তব্য রাখতে গিয়ে সরাসরি এই মন্তব্য করেন।

    বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে রাহুল বলেন, “আমি ভারতের ভবিষ্যৎ নিয়ে সবসময় আশাবাদী। কারণ আমাদের দেশ সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর, প্রযুক্তিগত দক্ষতায় অগ্রগণ্য এবং স্বাস্থ্য ব্যবস্থাও ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের সামনে এক গুরুতর ঝুঁকি দাঁড়িয়ে আছে।”তিনি স্পষ্ট করে বলেন, “ভারতে বর্তমানে সবচেয়ে বড় ঝুঁকি হল গণতন্ত্রের উপর আক্রমণ। আসলে ভারত একটি আলাপচারিতা—এখানে সব মানুষ, সব সংস্কৃতি, সব ধর্ম ও নানা চিন্তাধারা নিজেদের জায়গা তৈরি করে। সেই জায়গা দেওয়ার সবচেয়ে ভালো পথ হল গণতান্ত্রিক ব্যবস্থা। কিন্তু বর্তমানে গণতান্ত্রিক কাঠামোর উপর সামগ্রিক আক্রমণ চলছে। এটিই আসল ঝুঁকি।”

    রাহুল গান্ধীর মতে, ভারতের শক্তি তার বৈচিত্র্যেই নিহিত। কিন্তু বিজেপি সরকার সেই বৈচিত্র্যকে সংকুচিত করে একরকম ভাবনাকে চাপিয়ে দিতে চাইছে। তিনি বলেন, “ভারতে বিভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতি ও ভাবনার মানুষ একসঙ্গে সহাবস্থান করে এসেছে। সেই বহুত্ববাদকে রক্ষা করার একমাত্র পথ গণতন্ত্র। যদি গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হয়, তবে ভারতের আত্মাটাই দুর্বল হয়ে পড়বে।”

    আলোচনায় রাহুল গান্ধী ভারত ও চীনের মধ্যে একটি তীব্র পার্থক্যও টেনে আনেন। তিনি বলেন, “আমরা চীনের মতো হতে পারব না। ওরা মানুষের কণ্ঠস্বর দমন করে একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা চালায়। কিন্তু ভারতের গঠনই তা মেনে নেবে না। আমাদের নকশা বা ডিজাইন ভিন্ন। এখানে মানুষকে চেপে রাখা সম্ভব নয়।”

    তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের হাতে। তাঁদের উচিত দেশের সাংবিধানিক মূল্যবোধকে আঁকড়ে ধরা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকা। কারণ গণতন্ত্র মানে কেবল ভোট দেওয়া নয়, বরং সমাজে প্রত্যেকের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া।রাহুলের এই মন্তব্য স্পষ্টতই বিজেপিকে উদ্দেশ্য করে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি বারবার অভিযোগ করেছেন যে, মোদী সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমিত করছে, বিরোধীদের কণ্ঠস্বর চেপে ধরছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন নষ্ট করছে। কলম্বিয়ার মাটিতেও তিনি একই সুরে হুঁশিয়ারি দিলেন।

    তিনি বলেন, “ভারতের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, তবে শর্ত একটাই—আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। বৈচিত্র্যের এই শক্তিকে এককেন্দ্রিক চিন্তাধারার কবলে পড়তে দেওয়া যাবে না।”

    এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনেও বার্তা বহন করে। কারণ ভারত ও চীনকে প্রায়ই পাশাপাশি তুলনা করা হয় উন্নয়নের প্রেক্ষাপটে। রাহুল গান্ধী এখানে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে, ভারতের অগ্রগতি কেবল গণতান্ত্রিক পথেই সম্ভব, কর্তৃত্ববাদী মডেল নকল করে নয়।
  • Link to this news (আজকাল)