আজকাল ওয়েবডেস্ক: দশমীর দিন মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার পান্ধনা দুর্গা বিসর্জনের সময় বীভৎস ঘটনা ঘটেছে। দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য ভক্তদের বহনকারী একটি ট্র্যাক্টর-ট্রলি পুকুরে উল্টে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। মৃতদের বেশিরভাগই নাবালক-নাবালিকা।
প্রশাসনের তরফে পাওয়া খবর অনুসারে, আরদলা এবং জামলি গ্রামের প্রায় ২০-২৫ জন লোক বিসর্জনের অনুষ্ঠানের জন্য ট্রলিতে ছিলেন। সেই ট্র্যাক্টর-ট্রলিটি একটি এলাকার পুকুরের কাছে কালভার্টে পার্ক করা ছিল, তখন ওই ট্রলিটি ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে উল্টে যায়। ফলে ট্রলিতে থাকা মানুষগুলিও জলে পড়ে যান।
উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এখন পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে যে, জলে আরও বেশ কয়েকজনের আটকা থাকার আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে অনেকেই শিশু। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের খান্ডোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই দিনে, উজ্জয়িন জেলার ইঙ্গোরিয়া থানা এলাকায় দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ভক্তদের বহনকারী একটি ট্রাক্টর-ট্রলি চম্বল নদীতে উল্টে গেলে দু'জন নিহত এবং আরও চারজন আহত হন।
ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সুপার মনোজ রাই ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশাসনিক কর্মকর্তারাও ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তা করছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রলিতে অতিরিক্ত যাত্রী ছিল, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।
মুখ্যমন্ত্রী মোহন যাদব এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক্স পোস্টে তিনি বলেছেন, "খান্ডোয়ার জামলি গ্রাম এবং উজ্জয়িনীর কাছে ইঙ্গোরিয়া থানা এলাকায় দুর্গা বিসর্জনের সময় ঘটে যাওয়া দুর্ঘটনাগুলি অত্যন্ত দুঃখজনক। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। নিহতদের নিকটাত্মীয়দের প্রতি চার লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং নিকটতম হাসপাতালে আহতদের যথাযথ চিকিৎসা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য এবং শোকাহত পরিবারগুলিকে শক্তি দেওয়ার জন্য আমি দেবী দুর্গার কাছে প্রার্থনা করছি।"