নিম্নচাপ এগোচ্ছে গভীর নিম্নচাপে পরিণত হয়ে, দশমীতে জেলায় জেলায় ভারী বৃষ্টি, কমলা সতর্কতা, টানা দুর্যোগের বড় আপডেট এল সামনে...
আজকাল | ০৩ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নবমীর রাত থেকেই বৃষ্টি। যদিও সেই বৃষ্টিকে হার মানিয়ে ঠাকুর দেখার ঢল নেমেছিল শহর, শহরতলিতে। তবে দশমীর সকাল থেকেই একপ্রকার ভিলেন বৃষ্টি। কলকাতা-সহ জেলায় জেলায় তুমুল বর্ষণ শুরু হয়েছে। ইতিমধ্যে নিম্নচাপের অবস্থার আপডেট দিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবন জানাচ্ছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপটি গত ছ' ঘণ্টা ধরে ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং ১ অক্টোবর ভারতীয় সময় রাত সাড়ে এগারোটা নাগাদ পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ১৬.৮০ উত্তর অক্ষাংশ এবং ৮৬.০০ পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি অবস্থান করছে।
গভীর নিম্নচাপের বর্তমান অবস্থান প্রসঙ্গে আবহাওয়া দপ্তরের তথ্য, এটি বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, গোপালপুর (ওড়িশা) থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, পুরী (ওড়িশা) থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পারাদ্বীপ (ওড়িশা) থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। একইসঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে, গভীর নিম্নচাপ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ২ অক্টোবর রাতে ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল গোপালপুর এবং পারাদ্বীপের মধ্য দিয়ে অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করতে পারে।
এর আগেই হাওয়া অফিস বুধবার জানিয়েছিল, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে, এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে একই অঞ্চলের উপর একটি নিম্নচাপে পরিণত হতে পারে। আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকলে, এটি আরও তীব্র হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং ৩ অক্টোবর ভোরে দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
এর প্রভাবে ওই সময়কালে বাংলার জেলায় জেলায় ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের তথ্য, আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে, পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ২ সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবর পর্যন্ত বঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে-
বৃহস্পতিবার- দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি কমলা সতর্কতা, বেশকিছু জেলায় জারি হলুদ সতর্কতা। কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে জারি কমলা সতর্কতা। নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনায় জারি হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ৭ থেকে ১১ সেমি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। সঙ্গেই বজ্রবিদ্যুৎ, ঝড়ের সম্ভাবনা।
অন্যদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় জারি হলুদ সতর্কতা। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে বৃহস্পতিবার ৭ থেকে ১১ সেমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার- পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হলুদ সতর্কতা। ওই দুই জেলায় জারি কমলা সতর্কতা। জেলায় জেলায় জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।
শুক্রবার দক্ষিণ দিনাজপুর এবং মালদহ ছাড়া উত্তরবঙ্গের সব জেলায় জারি কমলা সতর্কতা। ভারী থেকে অতিভারী বৃষ্টি সতর্কতা, ৭ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
শনি এবং রবিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হলুদ সতর্কতা। শনিবারেও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ ছাড়া সব জেলাতেই জারি কমলা সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। রবিবারেও উত্তরবঙ্গের সব জেলায় জারি হলুদ সতর্কতা। ৭ থেকে ১১ সেমি পর্যন্ত, ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়।
ওই সময়ে উত্তাল হবে সমুদ্র। ইতিমধ্যে নির্দিষ্ট সময়কালে মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।