• উৎসবেও একের পর এক সাফল্য কলকাতা মেট্রোর, পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত যাত্রী সংখ্যায় রেকর্ড...
    আজকাল | ০৩ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মহানগর ও সংলগ্ন অঞ্চলের যাত্রী পরিবহণে লাইফ-লাইন কলকাতা মেট্রো। পুজোতেও সেই ধারা অব্যাহত। আনন্দ উৎসবের দিনেও মানুষের যাতায়াতে বড় ভরসা সেই মেট্রোরেল। দুর্গাপুজোর পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত, সাড়ে ৩৫ লক্ষেরও বেশি যাত্রী মেট্রো পরিষেবা গ্রহণ করেছেন। বিধবার কলকাতা মেট্রোর তরফে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এছাড়াও জানানো হয়েছে যে, 'কলকাতা মেট্রো অ্যাপ'-এর মাধ্যমে টিকিট বুকিংয়ের আগ্রহ বাড়ছে যাত্রীজের। পুজোর প্রথম তিনদিন ৪.০৩ লক্ষেরও বেশি যাত্রী 'আমার কলকাতা মেট্রো অ্যাপ' ব্যবহার করে টিকিট বুক করেছেন।

    কলকাতা মেট্রোর কর্তৃপক্ষের দেওয়া পরিসংখ্য়ান অনুসারে, ৩০.০৯.২০২৫ (অষ্টমী) তারিখে ৮.২৭ লক্ষ যাত্রী মেট্রোতে ভ্রমণ করেছেন। অষ্টমীতে ৬.৩৭ লক্ষেরও বেশি যাত্রী ব্লু লাইনে ভ্রমণ করেছেন এবং ১.৬৫ লক্ষেরও বেশি যাত্রী গ্রিন লাইনে যাতায়াত করেছেন। 

    পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত, ২৭.৩২ লক্ষেরও বেশি যাত্রী ব্লু লাইনে ভ্রমণ করেছেন। এই সময়ের মধ্যে গ্রিন লাইন ৭.৩১ লক্ষেরও বেশি যাত্রী পরিবহন করেছেন।

    নতুন স্কিমের আওতায় ২৫,৭৬৮টিরও বেশি স্মার্ট কার্ড ইস্যু করা হয়েছে এবং ২,২৮,৪৯৩টি স্মার্ট ের মেয়াদ ১০ বছরের জন্য বাড়ানো হয়েছে। নয়া নিয়মে  স্মার্ট কার্ড ইস্যু মূল্য ১০০ টাকা কমানো হয়েছে ,যা যাত্রীদের জন্য অত্যন্ত সাশ্রয়ের এবং এই ব্যবস্থা টিকিট বুকিং কাউন্টারে ভিড় কমাতেও সাহায্য করেছে। এছাড়াও, পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত মোট ৬০১টি ট্যুরিস্ট স্মার্ট কার্ড বিক্রি করা হয়েছে।

    যাত্রীদের বুকিং কাউন্টারে ভিড় এড়াতে স্টেশনে পৌঁছানোর আগে Amar Kolkata METRO অ্যাপের মাধ্যমে টিকিট বুক করার জন্য অনুরোধ করছেন কলতাতা মেট্রো কর্তৃপক্ষ। 

    দুর্গাপুজোর বাকি আরও দু'দিন। এই সময়কালে বুকিং কাউন্টারে ভিড় এড়াতে এবং মূল্যবান সময় এবং অর্থ সাশ্রয় করতে স্মার্ট কার্ড বা ট্যুরিস্ট স্মার্ট কার্ড ব্যবহার করার জন্যও অনুরোধ করা হচ্ছে।  

    কলকাতা মেট্রোর যাত্রীদের বড় ভরসা। ফলে কলকাতার পরিবহণে এই লাইফ-লাইন ভেঙে তচলেছে একের পর এক রেকর্ড। এ বছর পঞ্চমীতে ৯.৮২ লক্ষ যাত্রী সামলেছে মেট্রোরেল। আর এটাই কলকাতা মেট্রোর যাত্রী বহন করার রেকর্ড বলে জানা গিয়েছে। এর আগে গত বছর ষষ্ঠীতে ৯.৬১ লক্ষ মানুষ একদিনে মেট্রো চড়েছিল। আর পঞ্চমীতে চড়েছিলেন ৯.৪৫ লক্ষ। আর এবারের পঞ্চমীতে সেই সব রেকর্ড ভেঙে গেল।
  • Link to this news (আজকাল)