বিজেপিশাসিত একাধিক রাজ্যে বারবার বাঙালি পরিষায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ সমানে এসেছে। বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা এঁটে দেওয়া হয়েছে। অনেককে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করার অভিযোগও ওঠে। এই আবহে এবার খোদ কলকাতার বুকে বাংলায় কথা বলায় এক যুবককে বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ উঠল।
সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যানের ডিজিটাল। ভাইরাল ভিডিওটি কলকাতার ম্যাডক্স স্কোয়ারের বলে দাবি করা হচ্ছে। শহরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো প্রাঙ্গনেই নাকি ঘটেছে এমন ন্যক্কারজনক ঘটনা।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হিন্দিভাষী এক যুবকের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে গণ্ডগোল হচ্ছে এক বাঙালি যুবকের। প্রথমে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। বাঙালি ওই যুবকের উপর হাত তুলতেও দেখা যায় হিন্দিভাষী যুবককে। ছিঁড়ে দেওয়া হয় জামা। কয়েকজন সামলানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। বরং বাংলায় কথা বলার জন্য ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া হয় ওই বাঙালি যুবককে। যা শুনে রীতিমতো চমকে যান আশপাশের মানুষজনও। খোদ বাংলায় দাঁড়িয়ে বাংলায় কথা বলার জন্য ‘বাংলাদেশি’ তকমা!
এর আগে বিজেপি আইটি সেলের অমিত মালব্য বাংলা ভাষা নিয়ে একটি বিতর্কিত পোস্ট করেন। বাংলা ভাষা এবং অস্মিতা নিয়ে পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর মধ্যেই ম্যাডক্স স্কোয়ারের ভাইরাল ভিডিওকে ঘিরে বিতর্ক আরও জোরদার হল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।