• অপেক্ষার দিন গোনা শুরু! দশমীতে চন্দননগরে হয়ে গেল জগদ্ধাত্রীর কাঠামো পুজো
    আনন্দবাজার | ০২ অক্টোবর ২০২৫
  • দশমীর দিন, বৃহস্পতিবার চন্দননগরে হয়ে গেল জগদ্ধাত্রীর কাঠামো পুজো। উমার বিদায়ের দিনে বিষাদের সুর থাকে সর্বত্র। তবে চন্দননগরবাসী ওই দিন থেকেই আনন্দে মেতে ওঠার প্রস্তুতি শুরু করে।

    রীতি মেনে দুর্গা পুজোর দশমীর দিন চন্দননগর জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো হয়। কাঠামো পুজোর পর থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী মূর্তি গড়ার কাজ শুরু হয়। দুর্গা পুজোর এক মাস পরে হয় জগদ্ধাত্রী পুজো। দশমীতে জগদ্ধাত্রীর কাঠামো পুজোর সময় উপস্থিত থাকেন ক্লাবের সদস্যেরা।

    এক দিকে যখন দুর্গা প্রতিমা বরণ করা হয় নিরঞ্জনের আগে, অন্য দিকে হৈমন্তিকাকে আহ্বানের জন্য কাঠামো পুজো হয়। রীতি মেনে বৃহস্পতিবার হয়ে গেল সেই কাঠামো পুজো।
  • Link to this news (আনন্দবাজার)