নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী তিন মাসের জন্য স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র সরকার। ফলে আগামী ৩১ ডিসেম্বর'২০২৫ পর্যন্ত সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৭.৭ শতাংশ, মান্থলি ইনকাম স্কিম বা এমআইএসে ৭.৪ শতাংশ, পাঁচ বছরের মেয়াদি আমানতে ৭.৫ শতাংশ, পিপিএফে ৭.১ শতাংশ, পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে তা ৬.৭ শতাংশ, ৫ বছরের মেয়াদি আমানতে ৭.৫ শতাংশ, তিন বছরের মেয়াদি আমানতে ৭.১ শতাংশ, দু’বছরের মেয়াদি আমানতে ৭ শতাংশ এবং এক বছরের ক্ষেত্রে তা ৬.৯ শতাংশ হারেই সুদ পাবেন সাধারণ মানুষ। এর পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ হারেই সুদ মিলবে ডাকঘরে। প্রসঙ্গত, এই সুদের হার চালু আছে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে। এদিকে চলতি অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমিয়েছে। তিন দফায় তারা ১ শতাংশ রেপো রেট কমিয়েছে। এই রেট কমলে, ব্যাঙ্কগুলিও সাধারণত আমানত ও ঋণের উপর সুদের হার কমায়। ইতিমধ্যেই ব্যাঙ্কগুলি মেয়াদি আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। আশঙ্কা ছিল, স্বল্প সঞ্চয়ে সুদের হারে কোপ দিতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কিন্তু সেপথে হাঁটেনি তারা। উৎসবের মরশুমে তাই সুদ নিয়ে সাধারণ মানুষকে অস্বস্তিতে ফেলেনি তারা।অন্যদিকে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রেখেছে কেন্দ্র। তবে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় ১৬.৫ টাকা বাড়ানো হয়েছে।