• বাইপাসে বাসে উঠলেই পিক-পকেটের দৌরাত্ম্য, মোবাইল হাপিস হচ্ছে নিমেষে
    বর্তমান | ০৩ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কথায় আছে, 'বিপদে পড়লেই ত্রাহি ত্রাহি রব'। কিন্তু, ই এম বাইপাসে ভিড় বাসে উঠলে হামেশাই শোনা যাচ্ছে www 'মোবাইল', 'মোবাইল' রব। রুবি মোড় থেকে বিপরীতমুখী দুটি রুটে পিক পকেটের দৌরাত্ম্যে রীতিমত নাকাল যাত্রীরা। দুষ্কৃতীদের টার্গেট মূলত মোবাইল ফোন। তবে সুযোগ বুঝে মানিব্যাগ সাফাই করে দিয়ে বিন্দুমাত্র পিছপা হচ্ছে না তারা। মূলত দু'টি গ্যাং কাজা করছে বলে দাবি বাস কন্ডাক্টরদের। বাইপাসে রুবি থেকে অভায়নগর এবং রুবি থেকে পার্ক সার্কাস স্টেশ নগামী রাস্তায় চলছে মোবাইলে সাফাইয়ের কর্মকাণ্ড। এনিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে বাইপাসের এই অংশের স্থানীয় থানাগুলিতে।যাত্রীদের কথায়, সকালের অফিস টাইমে কালিকাপুর থেকে পার্ক সার্কাস পর্যন্ত ভিড় বাসকে টার্গেট করছে পকেটমাররা। তাদের নজর প্যান্ট কিংবা বুক পকেটে। ভিড় বাসের মধ্যে হাত সাফাইয়ের কায়দাতেই যাত্রীদের অজান্তেই মোবাইল ফোন তুলে নিচ্ছে তারা। সকাল ৯-১১টা পর্যন্ত হল তাদের এই 'কীর্তি'র মোক্ষম সময়। এমনটাই দাবি, বাস কন্ডাক্টরদের। আর বিকেল হলেই বদলে যায় অপারেশনের রুট। সায়েন্স সিটি থেকে রুবি-মুলত এই অংশেই কাজ সারতে পকেটমাররা। তাদের নভার প্যান্ট বিবা বুক পৰেটে। ভিড় বাসের মধ্যে হাত সাফাইয়ের কায়দাতেই যাত্রীদের অজান্তেই মোবাইল ফোন তুলে নিচ্ছে তারা। সকাল ৯-১১টা পর্যন্ত হল তাদের এই 'কীর্তি'র মোক্ষম সময়। এমনটাই দাবি, বাস কন্ডাক্টরদের। আর বিকেল হলেই বদলে যায় অপারেশনের রুট। সায়েন্স সিটি থেকে রুবি-মূলত এই অংশেই বাজ সারছে পকেটমাররা। উত্তর পঞ্চান্নগ্রাম, ভিআইপি বাজার এলাকাতেই কার্যসিদ্ধি করে বাস থেকে নেমে যাচ্ছে অভিযুক্তরা।২৬ জুলাই এমনই একটি ঘটনা ঘটে বাইপাসের উপর। রুবি থেকে বাসে ওঠেন অর্পণ বণিক। বাঘাযতীনের পূর্ব রাজাপুরের বাসিন্দা তিনি। অফিস থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বাস থেকে গায়েব হয়ে যায় তাঁর চারমাসের নতুন মোবাইল ফোন। একস্তানকে বাস থেকে নেমে দৌড় দিতেই দেখেন অর্পণ। চিৎকার করেও লাভ হয়নি। বাস থামিয়ে নামতে নামতে ওই যুবক ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। এরপরেই কসবা থানায় লিখিত অভিযোগ করেন অর্পণ। তদন্তে নেমেছে পুলিস। ৩১ জুলাই টেগর পার্কের কাছে আরও একটি ঘটনা ঘটে। সকালের অফিস যাওয়ার সময়ে রুবি ক্রসিংয়ে বাস থেকে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন আরেক যাত্রী। টেগর পার্কের সিগনাল পার করতেই তিনি খেয়াল করে প্যান্টের পকেট থেকে মোবাইল গায়েব। সবমিলিয়ে এই রুটে পরপর পকেটমারির ঘটনায় ভুরিভুরি অভিযোগ ডামা পড়বে থানাগুলিতে। অভিযোগকারীদের মতে, বেশিরভাগ ক্ষেত্রেই মোবাইল পাওয়া যায় না। তাই জেনারেল ডায়েরি করেই নম্বর নিয়ে নতুন সিম নিয়ে নিচ্ছেন তু জন্তুগীরা। তাই তদন্তের চাপ নেই পুলিসেরও। তবে বাইপাসের ভিড় বাসে মোবাইল পকেটমারির দৌরাত্ম্যে ঘুম উড়েবে যাত্রীদের।
  • Link to this news (বর্তমান)