লেহ-র অশান্তির মধ্যেই হিংসায় উস্কানি ও পাক গোয়েন্দা সংস্থা ISI-এর সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয় পরিবেশ কর্মী ও সোশ্যাল ওয়ার্কার সোনম ওয়াংচুককে। তাঁর গ্রেপ্তারিকে ‘অবৈধ’ বলে অভিহিত করে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, সকলকেই চিঠি পাঠান সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমো। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সোনমের স্ত্রী।
ওয়াংচুকের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করেছেন অ্যাংমো। তাঁর অভিযোগ, সোনমের গ্রেপ্তারির পিছনে রয়েছে লাদাখ পুলিশের বিশেষ অ্যাজেন্ডা। পুলিশ তাঁর স্বামীকে হেনস্থা করছে বলেও অভিযোগ করেছেন অ্যাংমো। এমনকী, ‘হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস’-এর CEO, গীতাঞ্জলি জে আংমো লাদাখে পুলিশি অভিযানের তীব্র নিন্দা করেন এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে ‘ব্রিটিশ-শাসিত ভারত’-এর তুলনা টানেন। অ্যাংমোর অভিযোগ, ‘ডিজিপি যাই বলুক না কেন, তাঁর একটা অ্যাজেন্ডা আছে। তারা কোনও অবস্থাতেই ষষ্ঠ তফসিল বাস্তবায়ন করতে চায় না এবং কাউকে বলির পাঁঠা বানাতে চায়।’