এক মিনিটেই লন্ডভন্ড! টর্নেডো এক স্পেলে তছনছ সন্দেশখালির শতাধিক বাড়ি...
আজকাল | ০৩ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালি এক নম্বর ব্লকের পাথরঘাটা এলাকায় টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি৷ বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ হঠাৎই বৃষ্টি হতে হতে প্রায় এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রাম।
দশমীর দিন বিকেল চারটে নাগাদ সন্দেশখালি এক নম্বর ব্লকের অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় হঠাৎ টর্নেট ঝড় হয়। আর সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় শতাধিক বাড়ি। প্রায় ৩০টি বিদ্যুতের খুঁটি ও বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় গোটা এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এই ঝড়ের খবর পাওয়া মাত্রই ওই এলাকায় যান সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো ও সন্দেশখালি এক নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেনের প্রতিনিধিরা।
স্থানীয়দের বক্তব্য, হঠাৎই বিকাল চারটে নাগাদ কালো অন্ধকার করে মেঘের ঘনঘটা ঘনিয়ে আসে ৷ হালকা বৃষ্টি-সহ এক মিনিটের টর্নেডো ঘূর্ণিঝড়ে তখন তুলকালাম অবস্থা! সন্দেশখালীর পাথরঘাটা এলাকায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের পোস্ট ভেঙ্গে লন্ডভন্ড করে হয়ে যায় ৷ কারোর বাড়ির টালি চাল ভেঙে ভেঙে গুড়িয়ে গিয়েছে ৷ আবার কারোর বাড়ির টিন ও অ্যাডবেভেস্টারের চাল উড়ে গিয়েছে ৷ অনেকের বাড়ির বাড়ির ইটের দেয়াল ফেটেছে৷ এক কথায় ক্ষতিগ্রস্ত গ্রামে প্রায় শতাধিক পরিবার।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সন্দেশখালি বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো৷ বিধায়ক জানান তিনি খবর পেয়েই ছুটে এসেছেন তিনি। গ্রামে বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন। ক্ষিগ্রস্তদের আশ্বাস দিয়েছেন যে বৃহস্পতিবার রাতের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িগুলিতে ত্রিফল পাঠাবেন তিনি। ত্রিপল খাটিয়ে যাতে রাতটুকু অন্তত কাটানো যায় তাই তাঁর এই প্রয়াস। পাশাপাশি শুকনো খাবারের ব্যবস্থাও করবেন বিধায়ক।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার বেশ কিছু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেছেন বিধায়ক। বাড়িতে চাপা পড়ে যাওয়া এক মহিলা ও এক ব্যক্তিকে উদ্ধার করে তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের কীভাবে ক্ষতিপূরণ দেয়া যায় তার কাজ শুরু করেছেন বিধায়ক সুকুমার মাহাতো।