• নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা গাড়ির, দশমীর রাতে মুহূর্তে শেষ সব, প্রাণ গেল তিনজনের ...
    আজকাল | ০৩ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আগের মুহূর্ত পর্যন্ত সব ঠিক ছিল। বদলে গেল সবকিছু তার পরেই। দশমীর রাতে বেপরোয়া গাড়ির মোটরসাইকেলে ধাক্কা। মোটরসাইকেল গতি হারিয়ে, ধাক্কা খেয়ে ঢুকে যায় দোকানে। ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল, মৃত্যু হয়েছে তিনজনের। আহত কমপক্ষে ৮ জন। 

    বৃহস্পতিবার ধুপগুড়ির ২ নং সেতু সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, জলপাইগুড়ির দিক থেকে আসা একটি গাড়ি বাইককে ধাক্কা মেরে  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দু' টি দোকানের ভেতরে ঢুকিয়ে দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। মৃতদের নাম- সন্তোষ রায়, সুমিত কুমার বিশ্বাস এবং ডোকসা রায়। 

    এঁদের মধ্যে সন্তোষ এবং ডোকশা প্যান্ডেলের কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং সুমিত এক সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বেশকিছু সূত্রে পাওয়া তথ্য, আহতের সংখ্যা পাঁচজন। অপর এক সূত্রে পাওয়া তথ্য, আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত। 

    ঘটনার খবর পেয়ে ধুপগুড়ি এসডিপিও গেইলসেন লেপচা, আইসি অনিন্দ্য ভট্টাচার্য-সহ বিশাল র‍্যাফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দাদের কথায়, গাড়িটি বেপরোয়া গতিতে  আসছিল,স্পিড ব্রেকার বুঝতে না পেরে তার উপর দিয়ে জাম্প করে বাইকে ধাক্কা মেরে দোকানের ভিতরে ঢুকিয়ে দেয়, এতেই গাড়ির নীচে চাপা পড়েন দোকানের ভেতরে থাকা দু' জন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থল আটকে রেখেছে। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে এবং চালকের সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

    অন্যদিকে দশমীর রাতেই হুগলিতে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, ঠাকুর দেখতে বেরিয়ে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন পূর্ব বর্ধমানের এক যুবক। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, হুগলির কোন্নগরে আত্মীয় বাড়ি,  সেখানেই পুজোর মাঝে ঠাকুর দেখতে গিয়েছিলেন পূর্ব বর্ধমানের কালনার যুবক মৃন্ময় কোলে। রাত প্রায় ন’ টা নাগাদ চুঁচুড়া ও চন্দননগর স্টেশনের মধ্যবর্তী রেললাইনের ধারে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হন কালনার হিজুলি গ্রামের বছর কুড়ির ওই যুবক।

    চলন্ত ট্রেন থেকে পড়ে মাথার পিছনে গুরুতর আঘাত লাগে তাঁর। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার কয়েকজন যুবক দ্রুত রেল পুলিশকে খবর দেন। জিআরপি যুবককে উদ্ধার করে অ্যাম্বুলেন্স ডেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকেরা।

    পরিবারের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর সময় আত্মীয়ের বাড়ি কোন্নগরে গিয়েছিলেন ওই যুবক। ঠাকুর দেখে ফেরার পথেই ঘটে যায় এই দুর্ঘটনা। তবে কীভাবে যুবক পড়ে গেলেন চলন্ত ট্রেন থেকে? উত্তর জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)