• পানিহাটির নতুন ডাম্পিং গ্রাউন্ডের জমি প্রস্তুতির কাজ শরু করতে প্রায় ২কোটি টাকা বরাদ্দ করল নগোরন্নয়ন দপ্তর
    বর্তমান | ০৩ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: পুজোর মধ্যে জঞ্জাল সমস্যায় নাজেহাল পানিহাটির বাসিন্দারা। রাস্তার দুই প্রান্তে উপচে পড়ছে আবর্জনা। তীব্র দুর্গন্ধ্যে নাকে চাপা দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন শহরবাসী। এই আবহে পুরসভার নিজস্ব ডাম্পিং গ্রাউন্ডের জমি প্রস্তুতিতে প্রায় ২ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য নগোরন্নয়ন দপ্তর। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ওই কাজ শুরু হয়ে গিয়েছে। নিজস্ব জায়গায় ওই ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ সম্পূর্ণ হলে শহরে জঞ্জাল সমস্যার স্থায়ী সমাধান হবে।

    পানিহাটি  শহরের রামচন্দ্রপুরে পুরসভার নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড রয়েছে। স্থানীয়দের আন্দোলনের চাপে প্রায় দু'বছর বেশি সময় ধরে সেখানে আবর্জনা ফেলা বন্ধ রয়েছে। আবর্জনা ফেলার স্থায়ী জায়গা না থাকায় শহর জঞ্জালনগরীতে পরিনত হয়েছে। যদিও মন্ত্রী ফিরহাদ হাকিমের হস্তক্ষেপে এই দীর্ঘ সময় শহরের আবর্জনা ডাম্পারে চাপিয়ে ধাপায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু শহরে যে পরিমান জঞ্জাল তৈরি হয় তার সবটা ধাপায় নিয়ে যাওয়া যাচ্ছে না। ফলে শহরে জঞ্জাল জমছে। পুজোর সময় সেই সমস্যা মারাত্মক আকার নিয়েছে।

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, পানিহাটি শহর লাগোয়া বিলকান্দা-১ গ্রাম পঞ্চায়েতের কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া মহিষপোতা মৌজায় পুরসভার ৪.২১ একর ফাঁকা জমি ছিল। ২০১২ সাল থেকে পুরসভা ওই জমিতে নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরির চেষ্টা চালালেও তা স্থানীয়দের বাধায় আটকে ছিল। গত ২৪ এপ্রিল নগরোন্নয়ন দপ্তরে মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে  উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে স্থির হয় ওই পঞ্চায়েতের মুড়াগাছা এলাকায় পঞ্চায়েতের ১৫ বিঘা নিজস্ব জমি রয়েছে। সেখানে ডাম্পিং গ্রাউন্ড হলে পঞ্চায়েতের কোনও সমস্যা নেই বলে জানানো হয়। রাজ্য নগোরন্নয়ন দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে ওই জায়গা বদলের প্রস্তাবে রাজি হয় পুরসভা ও পঞ্চায়েত। ওই জমিতে নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরির প্রকল্পের জমি প্রস্তুত করতে নগরোন্নয়ন দপ্তর নতুন করে ১ কোটি ৮৭ লক্ষ ৯৬ হাজার ২৮৭ টাকা বরাদ্দ করেছে।

    পুরসভার চেয়ারম্যান সেমনাথ দে বলেন, এই নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে শহরে জঞ্জাল সমস্যার স্থায়ী সমাধান হবে। বর্ষার জন্য সমস্ত কাজ শুরু করতে দেরি হচ্ছিল। ইতিমধ্যে নগোরন্নয়ন দপ্তর প্রায় ২ কোটি টাকা বরাদ্দ করেছে। যুদ্ধকালিন তৎপরতায় ওই কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে।
  • Link to this news (বর্তমান)