কল্যাণ চন্দ, বহরমপুর: ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার নামে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের বহরমপুরের সাটুইয়ে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালিকার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, বহরমপুর থানার সাটুই এলাকার পোড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ওই নাবালিকা। এলাকারই এক যুবক নবমীর রাতে তাকে ঠাকুর দেখাতে নিয়ে যাবে বলেছিল। প্রতিবেশী হওয়ায় কোনও সন্দেহ ছাড়াই রাজি হয়ে যায় নাবালিকা। নির্ধারিত সময়ে বেরিয়ে পড়ে তারা। সূত্রের খবর, এলাকারই এক কার্লভাটে মদ্যপ অবস্থায় বসেছিল ওই যুবকের দুই বন্ধু। অভিযোগ, এরপরই তারা জোট বেঁধে নাবালিকাকে নিয়ে যায় এলাকার একটি ইটভাটায়। সেখানে গণধর্ষণ করা হয় ছাত্রীকে। কোনওক্রমে বাড়ি ফেরে নির্যাতিতা।
বাড়িতে গিয়ে নির্যাতিতা গোটা বিষয়টা জানায়। এরপরই সাটুই পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান নাবালিকার পরিবারের লোকজন। সুব্রত ঘোষ, মনোজ ঘোষ এবং সুমন মণ্ডল নামে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তদের বহরমপুর আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।