• তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বাড়িতে বোমা হামলার হুমকি
    এই সময় | ০৩ অক্টোবর ২০২৫
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের চেন্নাইয়ের বাড়িতে ফের বোমা হামলার হুমকির অভিযোগ। এছাড়াও চেন্নাইয়ে তামিলনাড়ুর বিজেপির প্রধান কার্যালয়ে এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষার বাড়িতেও বোমা হামলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

    হামলার হুমকির খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। চেন্নাইয়ের তেনামপেট এলাকায় দক্ষিণী অভিনেত্রী তৃষার বাড়িতে বোমা হামলার খবর পেতেই স্নিফার ডগ নিয়ে তল্লাশিতে নেমেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার হুমকির তদন্তও শুরু হয়েছে।

    এর আগে ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিনে পতাকা উত্তোলনের সময়ও এমন বোমা হামলার হুমকি পেয়েছিলেন স্ট্যালিন। ঘটনার পরে গনেশ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জুলাই মাসেও স্ট্যালিনের বাড়িতে বোমা হামলা হওয়ার খবর পাওয়া গিয়েছিল। কিন্তু সেই খবর ভুয়ো বলে প্রমাণিত হয়।

  • Link to this news (এই সময়)