• দুর্গা প্রতিমার গয়না চুরির অভিযোগ, গাজোলে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার
    এই সময় | ০৩ অক্টোবর ২০২৫
  • দেবী দুর্গার সোনার অলঙ্কার চুরির অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। মালদার গাজোলের একলাখি গান্ধীমোড় সর্বজনীন পুজো কমিটি ওই অভিযোগ করেছে। চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই ঘটনায় গাজোল থানার পুলিশ এখনও পর্যন্ত দুই সিভিক ভলান্টিয়ার-সহ তিন জনকে গ্রেপ্তার করেছে।

    পুজো কমিটির সম্পাদক দীপক ঘোষ বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে চুরির ঘটনা। প্যাকেটের মধ্যে সোনার জিনিস ছিল। পরে দেখা যায় ওই প্যাকেট নেই।’ পুজো কমিটির সদস্য প্রণব সাহার অভিযোগ, ‘নবমীর দিন সকাল ৯টার সময় পুরোহিত এসে পুজো শুরু করলেন। তখন তিনি জানালেন, সোনার গয়না নেই। পুজোর দেরি হয়ে যাচ্ছে বলে আমরা পুজো চালিয়ে যেতে বলি। তারপরে আমরা সিসিটিভি ফুটেজ দেখি। সেখানে দেখলাম ২ সিভিক ভলান্টিয়ার এবং আরও একজন স্থানীয় লোক ভিতরে ঢুকেছিল। তারপরেই সোনার গয়না রাখা প্যাকেট পাওয়া যায়নি।’

    সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরেই স্থানীয় থানায় তিন অভিযুক্তের নাম করে লিখিত অভিযোগ দায়ের করে পুজো কমিটির সদস্যরা। পুজো কমিটির তরফে ওই অভিযোগ পাওয়ার পরেই সঞ্জয় মণ্ডল, গৌড় মণ্ডল নামে গাজোল থানায় কর্মরত দুই সিভিক ভলান্টিয়ার এবং অধীর মণ্ডল নামে এক স্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গাজোল থানার আইসি আশিস কুণ্ডু জানিয়েছেন, কোনও গয়না চুরি হয়েছে কি না তা স্পষ্ট নয়। একটা গুজব রটেছে। অষ্টমীর রাতের ঘটনা এটি।

  • Link to this news (এই সময়)