• সেনার প্রাক্তন কমান্ডোর থেকে উদ্ধার পাকিস্তানি হ্যান্ড গ্রেনেড! পাঞ্জাবে গ্রেপ্তার তিন...
    আজকাল | ০৩ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব পুলিশের গোয়েন্দা শাখা বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনার প্রাক্তন কমান্ডো-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের থেকে পাকিস্তান থেকে পাঠানো চারটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এই গ্রেপ্তারের ফলে সম্ভাব্য সন্ত্রাসবাদী পরিকল্পনা সময়মতো ব্যর্থ করা গিয়েছে বলে মনে করা হচ্ছে।  

    অভিযুক্তদের মধ্যে অন্যতম সেনার প্রাক্তন কমান্ডো ধর্মেন্দ্র। তিনি পূর্বে একটি অপ্রকাশিত অপরাধের জন্য চার বছরের কারাদণ্ড ভোগ করেছিলেন এবং সম্প্রতি মুক্তি পেয়েছিলেন।

    বাজেয়াপ্ত করা গ্রেনেডগুলি সীমান্তের ওপার থেকে পাচার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। যা আসন্ন উৎসবের মরশুমে সম্ভাব্য হামলার পরিকল্পনায় সীমান্ত পার হতে পারে বলে আশঙ্কা।

    পাঞ্জাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার আরও বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে।

    পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারতের সীমান্তবর্তী এলাকায় টহল বাড়িয়েছে সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে বহু স্থানীয় জঙ্গির বাড়ি। সেই আবহেই গত মে মাসে পঞ্জাবে জঙ্গিদের গোপন ঘাঁটির খোঁজ পেয়েছিল পুলিশ। পঞ্জাবের ঘন জঙ্গলে জঙ্গিদের আস্তানার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছিল পুলিশ।

    ওই অভিযানে দু'টি রকেট-চালিত গ্রেনেড, দু'টি বিস্ফোরক ইমপ্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং পাঁচটি পি-৮৬ হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, ওই আস্তানা থেকে যোগাযোগের একটি অয়্যারলেস ডিভাইসও উদ্ধার করেছিল সেনা ও পুলিশের যৌথ দল।

     
  • Link to this news (আজকাল)