পুজোর আনন্দ উপভোগ করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, ট্রেন থেকে পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবক
আজকাল | ০৩ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দশমীর দিন পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। ট্রেনে করে পূর্ব বর্ধমানের কালনার যুবক মৃন্ময় কোলে আসছিলেন হুগলিতে আত্মীয়ের বাড়িতে। কিন্তু মাঝপথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন তিনি। বৃহস্পতিবার রাত প্রায় ন'টা নাগাদ চুঁচুড়া ও চন্দননগর স্টেশনের মাঝে ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন কালনার হিজুলি গ্রামের বছর কুড়ির এই যুবক।
রেললাইনে পড়ে গিয়েছিলেন মৃন্ময় কোলে। তাঁর মাথার পিছনের দিকে আঘাত লাগে। যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার কয়েকজন যুবক দ্রুত রেল পুলিশকে খবর দেন। জিআরপি যুবককে উদ্ধার করে অ্যাম্বুলেন্স ডেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায়।
চোট গুরুতর, যুবকের অবস্থা আশঙ্কাজনক। ফলে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক মৃন্ময়কে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসকরা।
পরিবারের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর সময় আত্মীয়ের বাড়ি কোন্নগরে এসেছিলেন মৃন্ময়। ঠাকুর দেখে ফেরার পথেই ঘটে যায় এই দুর্ঘটনা। কীভাবে চলন্ত ট্রেন থেকে পরে গেলেন যুবক তা খতিয়ে দেখছে রেল পুলিশ।