রাজ্যকে আগাম নোটিস ছাড়াই জল ছাড়ছে ডিভিসি! ক্ষুব্ধ মমতা লিখলেন, 'জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে'...
আজকাল | ০৩ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: একদিকে নিম্নচাপের প্রভাবে পুজোর শেষলগ্ন থেকেই ভাসছে বাংলার জেলাগুলি। একাদশীর সকাল থেকে দক্ষিণবঙ্গে অঝোর বর্ষণ। মেঘলা আকাশ। দুর্যোগের পরিস্থিতি হবেই নিম্নচাপের প্রভাবে, হাওয়া অফিস পুজোর মুখ মুখেই জানিয়েছিল তা। একদিকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির আশঙ্কা, তার মাঝেই জল ছাড়ছে ডিভিসি। দুইয়ে মিলিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে, তাতে একমত ওয়াকিবহাল মহল। এসবের মাঝেই, ডিভিসির জল ছাড়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শুক্রবার দুপুরে, ফেসবুক, এক্স হ্যান্ডেলে মমতা ব্যানার্জি একটি পোস্ট করেছেন। তাতে কী লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী? লিখেছেন-'বিজয়া দশমী দুর্গাপূজার সমাপ্তি- আনন্দ, উল্লাস এবং নতুন আশার সময়। তবুও, পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার পরিবর্তে, ডিভিসি রাজ্যকে কোনও পূর্ব নোটিস ছাড়াই ৬৫,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে। এই বেপরোয়া সিদ্ধান্ত আমাদের পবিত্র উৎসবকালে সমস্যা তৈরির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয়।
এই ধরণের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং তা গ্রহণযোগ্য নয় একেবারেই। আগাম অবহিত না করে জল ছেড়ে দিয়ে, ডিভিসি বাংলার লক্ষ লক্ষ জীবনকে তাৎক্ষণিক বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি দ্বারা সৃষ্ট একটি বিপর্যয়।'
শুধু এটুকুই নয়, নিজের পোস্টের শেষ অংশে বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে লিখেছেন, 'আমি স্পষ্ট করে বলতে চাই: আমি কাউকে বাংলা বিসর্জন দিতে দেব না। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। সত্যি মিথ্যার উপর জয়লাভ করবে এবং শুভ ইচ্ছা অশুভের উপর জয়লাভ করবে।'
এই প্রসঙ্গে তথ্য, মাইথন থেকে ৩২ হাজার ৫০০ এবং পাঞ্চেত থেকে ৩২ হাজার ৫০০ কিউসেক জল ছাড়ছে ডিভিসি। বিসর্জনের সময় অতিরিক্ত জল ছাড়ার কারণে চিন্তা বাড়ছে সাধারণের।
এই প্রসঙ্গেই উল্লেখ্য, একাদশীর দিন অর্থাৎ আজ, শুক্রবার (৩ অক্টোবর, ২০২৫) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। আগামী কয়েকদিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ একাদশীতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। শুক্রবার দুই মেদিনীপুর, দুই বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।
আগামীকাল অর্থাৎ দ্বাদশীতেও (৪ অক্টোবর, ২০২৫) দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বীরভূম এবং মুর্শিদাবাদের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হবে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।