• ডায়মন্ড হারবারে খাদ্য সুরক্ষা দপ্তরের হানা
    দৈনিক স্টেটসম্যান | ০৩ অক্টোবর ২০২৫
  • পচা ও বাসি মাংস বিক্রির অভিযোগে ডায়মন্ড হারবারের বেশ কয়েকটি রেস্তোরাঁয় হানা দিল খাদ্য সুরক্ষা দপ্তরের প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ, পুরসভা ও দমকল বাহিনী। এই অভিযানে তল্লাশি চালিয়ে কয়েক কেজি মাংস বাজেয়াপ্ত করে ফেলে দিয়েছেন তদন্তকারীরা। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

    পুজোর সময় রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলিতে পচা ও বাসি মাছ, মাংস রান্না করে বিক্রির অভিযোগ ওঠে। শুধু পচা খাবার বিক্রিই নয়, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে বলেও খবর পাওয়া যায়। সেরকমই অভিযোগ উঠেছিল ডায়মন্ড হারবারের কয়েকটি রেস্তোরাঁর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে সেই সব রেস্তোরাঁয় হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।

    তল্লাশি চালিয়ে বেশ কয়েক কেজি পুরনো মাংসের হদিশ পান তদন্তকারীরা। অনেক মাংস পচেও গিয়েছিল। সেই বাসি ও পচা মাংসগুলি বাজেয়াপ্ত করে পুকুরে ফেলে দেন খাদ্য সুরক্ষা দপ্তরের প্রতিনিধিরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুজোর সময় তাঁরা খারাপ মাংস খেয়েছিলেন কি না সেই ধন্দে রয়েছে মানুষ।

    এই ঘটনায় ডায়মন্ড হারবারের কয়েকটি রেস্তোরাঁর মালিককে গ্রেপ্তার করা না হলেও তাঁদের সতর্ক করে দিয়েছে প্রশাসন। পরবর্তীকালে এরকম কোনও অভিযোগ উঠলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মালিকরা আশ্বাস দিয়েছেন, এবার থেকে সঠিক নিয়ম মেনে দোকান চালাবেন তাঁরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)