• নিম্নচাপের প্রভাবে দুই বঙ্গে বৃষ্টি, কোন পথে নিম্নচাপ জানাল আলিপুর
    দৈনিক স্টেটসম্যান | ০৩ অক্টোবর ২০২৫
  • নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে এই মুহূর্তে দক্ষিণ ওড়িশার ফুলবনিতে অবস্থান করছে নিম্নচাপ। শুক্রবার বিকেলের মধ্যে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাজ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে খবর।

    নিম্নচাপের প্রভাবে দশমীতেই বৃষ্টি শুরু হয়েছিল। শুক্রবার একাদশীতেও একইরকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর এখনও উত্তাল। সেখানে সমুদ্রের উপর ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।

    নিম্নচাপের প্রভাবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন বীরভূমে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতেও। পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক জায়গায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর। উপকূল এলাকাতেও ঝোড়ো হাওয়া বইবে বলে আশঙ্কা করা হচ্ছে।

    আগামী দু’দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আগের চেয়ে বেড়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও রবিবার পর্যন্ত হবে ভারী বৃষ্টি। রাজ্যজুড়ে আরও দু’দিন দুর্যোগ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    কলকাতায় এখনই নাছোড় বৃষ্টি কমছে না। আজ, শুক্রবার একাদশীতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে মহানগরে। এদিনও সকাল থেকে মেঘলা আকাশ। গত দু’দিনের বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আপেক্ষিক আর্দ্রতা ৮৮ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ২৯.১ মিলিমিটার। আগামিকাল, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেই খবর।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)