• পুজোয় রেস্তরাঁর খাবারে পচা মাংস! শোরগোল ডায়মন্ড হারবারে
    প্রতিদিন | ০৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় একাধিক রেস্টুরেন্ট এবং খাবারের দোকানে পচা ও বাসি মাংস বিক্রির অভিযোগ। ডায়মন্ড হারবারে হানা দিল খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক, ডায়মন্ড হারবার পুলিশ, পুরসভা ও দমকলের যৌথ দল। অভিযানে তল্লাশি চালিয়ে অনেক মাংস ফেলে দেন আধিকারিকরা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

    পুরসভা সূত্রে খবর, একাধিক দোকান থেকে পচা খাবার বিক্রির অভিযোগ উঠছিল। হানা দিয়ে দু-তিন দিনের বাসি মাংসের হদিশ পান তদন্তকারীরা। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা ওই বাসি ও পচা মাংস বাজেয়াপ্ত করে পুকুরে ফেলে দেন। শুধু পচা মাংস বিক্রির অভিযোগই নয়, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সঙ্গে ডায়মন্ড হারবারে অনেক হোটলে বিধি মানা হচ্ছে না বলেও দাবি। এতে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। পুজোর দিনগুলিতে তাঁরা ঠিক খাবার খেয়েছেন কি না, তা নিয়ে আতঙ্কে রয়েছেন তাঁরা। শরীর খারাপ হবে না তো, সেই আশঙ্কাও মাথা চাড়া দিচ্ছে।

    সমস্ত অভিযোগ খতিয়ে দেখে রেস্তরাঁ মালিকদের গ্রেপ্তার করা না হলেও সর্তক করেছে প্রশাসন। তা না হলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। তবে মালিকরা জানিয়েছেন, তাঁরা নিয়ম মেনেই দোকান চালাবেন।
  • Link to this news (প্রতিদিন)