• লক্ষ্য ছাব্বিশের নির্বাচন, জনসংযোগে জোর দিতে রাজ্যজুড়ে বিজয়া সম্মিলনীর আয়োজন তৃণমূলের
    প্রতিদিন | ০৩ অক্টোবর ২০২৫
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পাখির চোখ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তা মাথায় রেখে জনসংযোগ আরও জোরদার করতে বিজয়া উপলক্ষে মেগা কর্মসূচি শাসকদল তৃণমূল কংগ্রেসের। রাজ্যের প্রতিটি ব্লকে হবে বিজয়া সম্মিলনী। বক্তাদের তালিকায় থাকবেন ৫০জনেরও বেশি নেতা। আগামী ৫ অক্টোবর, রবিবার থেকে শুরু তৃণমূলের এই কর্মসূচি।

    তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির কথা জানিয়েছেন। সেই মতো দলের কিছু সাংসদ, বিধায়ক, মন্ত্রী, ছাত্রনেতা-সহ প্রায় ৫০-এর বেশি নেতা রাজ্যের প্রতিটি ব্লকে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁরা বিভিন্ন প্রান্তে যাবেন। কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। 

    বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের মত, এই সময়কালে মানুষের দুয়ারে পৌঁছতে কোনও সুযোগ হাতছাড়া করতে চাইছে না তৃণমূল নেতৃত্ব। বিজয় সম্মেলনীর অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনা, বাঙালি অস্মিতার উপর আঘাত, বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের কথা আবারও আমজনতার সামনে তুলে ধরবে শাসকদল। 

    প্রসঙ্গত, পুজোর আগে পর্যন্ত তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে জনসংযোগ গুরুত্ব পেয়েছিল। যে সব জায়গায় তৃণমূলের সংগঠন তুলনামূলক দুর্বল সেখানে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে বলেছিলেন অভিষেক।  রাজ্যজুড়ে বিজয়া সম্মিলনী নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে তৃণমূলের নতুন হাতিয়ার বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
  • Link to this news (প্রতিদিন)