• বিরল ঘটনা কর্ণাটকে, সদ্যোজাতের পেটে আরও একটি সন্তান! পাঁচ লক্ষে একটি হয়, দাবি চিকিৎসকদের
    আজকাল | ০৪ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সদ্যোজাত শিশির পেটের ভিতরে বড় হচ্ছে আরও একটি শিশু! ‘বিরল এবং অস্বাভাবিক’ ঘটনা ঘটল কর্নাটকে। চিকিৎসকরা এই ঘটনাটিকে চিকিৎসা শাস্ত্রে অত্যন্ত বিরল এবং অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন। এই অবস্থাটি ফেটাস ইন ফেটু (FIF) নামে পরিচিত। প্রায় পাঁচ লক্ষ ভূমিষ্ঠ সন্তানের মধ্যে মাত্র একটিতে এই অস্বাভাবিকতা লক্ষ করা যায়। গর্ভাবস্থায় ভ্রুণের পেটের ভিতর আরও গর্ভস্থ ভ্রুণের বেড়ে ওঠার ঘটনাই ফেটাস ইন ফেটু। গত ২৩ সেপ্টেম্বর কর্নাটক ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে জন্মানো শিশুটির শরীরেও সেই বিরল ঘটনার প্রমাণ মিলেছে।

    গত ২৩ সেপ্টেম্বর কর্নাটকের হুব্বালির কেআইএমসি-তে পুত্রসন্তানের জন্ম দেন এক মহিলা। মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন। তবে পরে শিশুটির স্বাস্থ্যপরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়কগাছে চিকিৎসকদের। দেখা যায়, নবজাতকের পেটের ভিতরে আর একটি প্রাণ বড় হচ্ছে! চিকিৎসাবিজ্ঞানে একে ‘ফেটাস ইন ফেটু’ (ফিফ) বলে। মায়ের গর্ভাবস্থায় ভ্রূণের ভিতরে আর একটি প্রাণ বৃদ্ধি পেতে থাকে। 

    চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, FIF-টি স্বাধীনভাবে সদ্যোজাতেপ মধ্যে বড় হতে পারবে না। এটি ভ্রূণের বিকাশের প্রাথমিক পর্যায়ে একটি পরজীবী যমজ ভ্রুণের উপস্থিতির ফলে হতে পারে অথবা এটি একটি অত্যন্ত পৃথক টেরাটোমা হতে পারে। একটি বিরল ধরণের জীবাণু কোষ টিউমার যাতে দাঁত, চুল, হাড় এবং পেশী সহ অপরিণত বা সম্পূর্ণরূপে গঠিত টিস্যু থাকতে পারে।

    KIMC-এর ডাক্তাররা জানিয়েছেন যে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং পিতামাতার সম্মতিতে, পরজীবী যমজ শিশুটিকে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হবে। তারা জোর দিয়ে বলেছেন যে সম্ভাব্য জটিলতা সত্ত্বেও নবজাতকের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অস্ত্রোপচার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    KIMC-এর পরিচালক ডাঃ ঈশ্বর হোসামানি এবং প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ ঈশ্বর হাসবি এই ঘটনা কতটা বিরলতা নিশ্চিত করেছেন। উল্লেখ করেছেন যে এটি বৃহত্তর চিকিৎসা সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছে।

    ‘ফেটাস ইন ফেটু’ একটি বিরল জন্মগত অবস্থা যেখানে একটি অব্যবহৃত যমজ ভ্রূণ অন্য যমজের শরীরের ভিতরে বৃদ্ধি পায়। এটি সাধারণত শিশুদের পেটে একটি পিণ্ডের আকারে দেখা যায়। গর্ভস্থ অঙ্গের চাপের কারণে গর্ভস্থ ভ্রূণ সাধারণত বিকৃত হয়। এই অবস্থা খুবই অস্বাভাবিক, প্রতি পাঁচ লক্ষ ভূমিষ্ঠ শিশুর মধ্যে মাত্র একটি ক্ষেত্রে এই অস্বাভাবিকতা দেখা যেতে পারে। বিশ্বব্যাপী ২০০টিরও কম ঘটনা রয়েছে এখনও পর্যন্ত।

    এই বছরের ফেব্রুয়ারিতে মহারাষ্ট্রের বুলধানার ৩২ বছর বয়সী এক মহিলা একটি পুত্র সন্তানের জন্ম দেন। সেই নবজাতকের গর্ভেও ভ্রূণ ধরা পড়ে। পরে তাকে অমরাবতীর একটি সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে ডাক্তাররা পেটে হাত ও পা সহ দু’টি ভ্রূণ দেখতে পান।
  • Link to this news (আজকাল)