• ক্ষণিকের টর্নেডোয় লন্ডভন্ড চন্দননগরের নাড়ুয়া শান্তির মাঠ এলাকা! ভেঙে পড়ল দুর্গা মণ্ডপ
    আজকাল | ০৪ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মাত্র কয়েক সেকেন্ডের ঝড় বৃষ্টি আর তাতেই লণ্ডভণ্ড চন্দননগরের নাড়য়া শান্তিরমাঠ এলাকা। কয়েক সেকেন্ডের ঝড়ে ভেঙে গিয়েছে পুজো মণ্ডপ থেকে বাড়ির চাল, আমগাছের ডাল। মণ্ডপে লাগানো ঝাড় ভেঙে পরেছে। শুক্রবার সকালে মাত্র কয়েক সেকেন্ডের দমকা ঝড়ে এমন অবস্থা। 

    স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ভোরবেলা হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করে, সঙ্গে বৃষ্টি। হঠাৎ টর্নেডোর মত পাক খাওয়া ঝড় এলাকার উপর আছড়ে পরে।  তাতেই সব তছনছ। ঝড়ের দাপটে ভেঙে যায় নাড়ুয়া শান্তির মাঠ এলাকার একটি পুজো কমিটির মণ্ডপ। আশেপাশে থাকা বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে ইটের দেওয়াল। বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। বড় বড় আম গাছের ডাল ভেঙে পড়েছে বাড়ির উপরে। 

    নাড়ুয়া এলাকার বাসিন্দাদের দাবি, ভোর বেলার হঠাৎ ঝড়ে সবই লণ্ডভণ্ড হয়ে গিয়েছেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার মানুষের। তবে হতাহতের কোনও খবর নেই। ক্ষিগ্রস্ত মণ্ডপের প্রতিমা দশমীর দিনই বিসর্জন হয়ে গিয়েছিল। সেটাই ভেঙে পরেছে।

    উল্লেখ্য, বৃহস্পতিবার সন্দেশখালি এক নম্বর ব্লকের পাথরঘাটা এলাকায় টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি৷ বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ হঠাৎই বৃষ্টি হতে হতে প্রায় এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রাম।

    স্থানীয়দের বক্তব্য, হঠাৎই বিকাল চারটে নাগাদ কালো অন্ধকার করে মেঘের ঘনঘটা ঘনিয়ে আসে ৷ হালকা বৃষ্টি-সহ এক মিনিটের টর্নেডো ঘূর্ণিঝড়ে তখন তুলকালাম অবস্থা! সন্দেশখালীর পাথরঘাটা এলাকায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের পোস্ট ভেঙ্গে লন্ডভন্ড করে হয়ে যায় ৷ কারোর বাড়ির টালি চাল ভেঙে ভেঙে গুড়িয়ে গিয়েছে ৷ আবার কারোর বাড়ির টিন ও অ্যাডবেভেস্টারের চাল উড়ে গিয়েছে ৷ অনেকের বাড়ির বাড়ির ইটের দেয়াল ফেটেছে৷ এক কথায় ক্ষতিগ্রস্ত গ্রামে প্রায় শতাধিক পরিবার।
  • Link to this news (আজকাল)