• বিজয়া দশমীতে হুগলি মেতেছে বিশেষ এই মিষ্টিতে
    আজকাল | ০৪ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বিজয়া দশমীর মিষ্টি মিহিদানা ও সীতা ভোগ তো আছেই। রাজনন্দিনী কৈরা ভোগও আছে। ডাব সন্দেশ ক্যাডবেরি রসগোল্লায় এবার বিজয়া দশমী হোক।

     ব্যান্ডেলের এক মিষ্টির দোকানে বিজয়ার মিষ্টি কেনার ভিড় ছিল চোখে দেখার মতো। পুজোর চারটে দিন নানা ধরনের খাওয়া দাওয়া চলে। কিন্তু দশমীতে প্রতিমা বিসর্জনের পর চলে মিষ্টি মুখ। বাঙালির দুর্গাপুজোয় ট্রাডিশনাল মিষ্টির সঙ্গে নতুন কিছু মিষ্টি দেদার বিক্রি হচ্ছে।

    একটা সময় ছিল মা কাকিমারা দশমীতে নাড়ু, তক্তি, নিমকি, নারকেল দিয়ে পুলি সন্দেশ বাড়িতেই বানাতেন। এখন সে সব আর নেই। দোকানেই পাওয়া যায় নাড়ু। মিষ্টান্ন বিক্রেতা শুভেন্দু মণ্ডল বলেন, বিজয়ার মিষ্টি ভালই বিক্রি হচ্ছে। দাম এমন রাখা হয়েছে যাতে ক্রেতার অসুবিধা না হয়।

     মিষ্টি কিনতে আসা ক্রেতারা জানান, বিজয়া দশমীর পর মিষ্টিমুখ মাস্ট। বাড়িতে আত্মীয়রা আসেন এসময় আবার আত্মীয় পরিচিতের বাড়িতে গেলেও মিষ্টি নিয়ে যেতে হয়।

     
  • Link to this news (আজকাল)