বহুল আলোচিত প্রাথমিক নিয়োগ মামলায় এদিন বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার দুপুরে কলকাতার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রায় ৭০ পাতার চূড়ান্ত চার্জশিট জমা দিল তারা। সিবিআই সূত্রের খবর, এটি মামলার চতুর্থ পর্বের সাপ্লিমেন্টারি তথা চূড়ান্ত চার্জশিট।
নতুন চার্জশিটে নিয়োগ দুর্নীতির একাধিক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, প্রমাণ ও সাক্ষ্য এমনভাবে যুক্ত করা হয়েছে, যাতে অভিযুক্তদের দায় অনেকটা স্পষ্ট হয়ে ওঠে। ফলে মামলার বিচারপ্রক্রিয়ায় এই নথি বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, রাজ্যের রাজনৈতিক মহল বরাবরই উত্তাল এই নিয়োগ মামলাকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছিল, নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও আর্থিক দুর্নীতির। ফলে একের পর এক মামলা হয়েছে আদালতে। তারই মধ্যে সিবিআইয়ের চতুর্থ চার্জশিট জমা পড়ায় নতুন করে গুরুত্ব বেড়েছে মামলার।
আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, এতদিন ধরে যেসব অভিযোগ উঠছিল, এবার তার বেশিরভাগই আদালতের সামনে নথিভুক্ত হল। এর প্রভাব আগামী দিনের শুনানিতে প্রকটভাবে ধরা পড়তে পারে।
উল্লেখ্য, সম্প্রতি এই মামলাতেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। যদিও এখনও তাঁর জেলমুক্তি হয়নি। সিবিআইয়ের এই নতুন চার্জশিটে তাঁর ভূমিকা কতটা স্পষ্ট হয়েছে, তা নিয়ে আইন মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।