• দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: কার্নিভালের দিনেই বিজেপি নেতাদের সংগঠনকে শর্ত দিয়ে মিছিলের অনুমতি হাই কোর্টের
    আনন্দবাজার | ০৩ অক্টোবর ২০২৫
  • দিন কয়েক আগে ভারী বৃষ্টিতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মিছিল করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল ‘খোলা হাওয়া’ নামে এক সংগঠন। দুর্গাপুজোর কার্নিভালের দিনে অর্থাৎ, আগামী রবিবার (৫ অক্টোবর) মিছিল করার জন্য অনুমতি চেয়ে আবেদন করে তারা। সেই আবেদন মঞ্জুর করল কলকাতা হাই কোর্টের অবসরকালীন বেঞ্চ। তবে বেশ কিছু শর্ত মানতে হবে বলেও জানিয়েছে আদালত।

    টানা বৃষ্টির কারণে গত ২৩ সেপ্টেম্বর কলকাতা-সহ কয়েকটি জেলা জলমগ্ন হয়ে যায়। শহরের বিভিন্ন জায়গায় জল জমে যায়। সেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় কয়েক জনের। এই ঘটনায় প্রথম থেকেই রাজ্য সরকারের দিকে আঙুল তুলছে বিজেপি। সেই ঘটনার প্রতিবাদে কলকাতায় এক কর্মসূচির ডাক দেয় ‘খোলা হাওয়া’ নামে ওই সংগঠন। তথাকথিত এই সংগঠনটি অরাজনৈতিক হলেও, এর সঙ্গে যুক্ত রয়েছেন বিজেপির বেশ কয়েক জন পরিচিত মুখ। কার্নিভালের দিনে ওই সংগঠনের কর্মসূচিতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। তার পরেই হাই কোর্টের দ্বারস্থ হয় তারা।

    মামলাকারীদের আবেদন, ৫ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে ৭টা পর্যন্ত একটি কর্মসূচি করতে চায়। প্রথমে মিছিল, পরে একটি ছোট সভা। কলেজ স্কোয়্যার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল। সেই মিছিলে পাঁচ হাজার জন যোগ দেবেন। মিছিল শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের কাছে একটি সভা করতে চেয়েও আবেদন করে ‘খোলা হাওয়া’। মামলাকারীদের আইনজীবীর অভিযোগ, ‘‘৫ অক্টোবর কার্নিভাল রয়েছে, তাই আমাদের কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ।’’

    শুক্রবার হাই কোর্টের বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। শুনানিতে মামলাকারীর আইনজীবীর সওয়াল, ‘‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে মিছিল করতে চাইলেও অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু গত বছর কার্নিভালের দিনেই রানি রাসমণি রোডে আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মসূচির অনুমতি দিয়েছিল আদালত। সেই সময় রাজ্যের আপত্তি খারিজ করা হয়েছিল।’’

    বিচারপতি মামলাকারীর আইনজীবীর কাছে জানতে চান, ‘‘আপনারা সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে মিছিল করলে কার্নিভালে যে প্রতিমাগুলি যাবে, সেগুলি সমস্যায় পড়বে। আপনারা কেন ওয়েলিংটন হয়ে এসএন ব্যানার্জি রোড— ওই রুটে মিছিল করছেন না?’’ মামলাকারীর আইনজীবীর যুক্তি, ‘‘সেন্ট্রাল অ্যাভিনিউ খুবই প্রশস্ত। তাই আমরা যদি রাস্তার এক পাশ দিয়ে মিছিল করি তবে কোনও অসুবিধা হওয়ার কথা নয়।’’

    ওই সংগঠনের মিছিলে আপত্তি জানায় রাজ্য সরকার। রাজ্যের আইনজীবীর বক্তব্য, ‘‘এই সংগঠনটি কোনও অরাজনৈতিক নয়। এই সংগঠনে শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পণ্ডার মতো বিজেপি নেতারা যুক্ত রয়েছেন। নবান্ন অভিযানের সময় এঁরা কী করেছেন, তা সকলেই জানেন।’’ তিনি আরও বলেন, ‘‘সরকারি কার্নিভালকে রাজনৈতিক ভাবে বিঘ্নিত করার উদ্দেশ্যেই এই মিছিলের আয়োজন করা হয়েছে।’’ রাজ্যের প্রশ্ন, ‘‘কেন ৫ অক্টোবরই মিছিল করতে হবে? কেন অন্য দিন নয়?’’

    গত বছর কার্নিভালের দিনে কর্মসূচি প্রসঙ্গে রাজ্যের যুক্তি, ‘‘সেই সময় রানি রাসমণি রোডে যে সংগঠন অবস্থান-বিক্ষোভ করেছিল, সেটি অরাজনৈতিক সংগঠন ছিল। আর সেই বিক্ষোভের কারণ ছিল আরজি কর-কাণ্ড। আদালত জানে, আরজি কর কাণ্ড নিয়ে কী পরিস্থিতি তৈরি হয়েছিল। সুতরাং দুই ঘটনার মধ্যে পার্থক্য রয়েছে।’’

    কার্নিভালের রুট এবং কতগুলি ক্লাবের প্রতিমা অংশ নেবে, তা রাজ্যের কাছে জানতে চান বিচারপতি চৌধুরী। রাজ্য তা জানালে বিচারপতি বলেন, ‘‘কলেজ স্কোয়্যার ও মহম্মদ আলি পার্কের প্রতিমাও কার্নিভালে যোগ দেবে। তা হলে ওই রুটে মিছিল হলে সমস্যা হতে পারে।’’ রাজ্য জানায়, ৫ অক্টোবর ছাড়া অন্য দিনে মিছিলে কোনও আপত্তি নেই। তবে মামলাকারীদের দাবি, ‘‘আরজি করের মৃত্যুর ঘটনা আর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ জনের মৃত্যুর ঘটনা— এই দু’টিকে আলাদা করে দেখার কোনও প্রশ্নই ওঠে না। প্রতিটি মৃত্যুই খুব দুঃখজনক। তাই আদালতের পূর্বের রায় অনুযায়ী এই মিছিলের আদালত অনুমোদন দিক।’’

    বিচারপতি চৌধুরী বলেন, ‘‘৫ অক্টোবর দুর্গাপূজা কার্নিভাল রয়েছে ঠিকই। কিন্তু ১২ জনের মৃত্যুও অত্যন্ত দুঃখজনক। সেই জন্য মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে। কলেজ স্কোয়্যার এবং মহম্মদ আলি পার্কের ঠাকুর বার হওয়ার পরই মিছিলের সময়ের অনুমোদন দেবে কলকাতা পুলিশ।’’ আদালতের নির্দেশ, ৫ অক্টোবর যে হেতু দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে সেই জন্য মিছিলের সময় এবং রুট কী হবে সেটা পুলিশ ঠিক করে দেবে। আর পাঁচ হাজারের পরিবর্তে তিন হাজার সমর্থক নিয়ে মিছিল করতে হবে সংগঠনকে। মামলাকারীর পক্ষে আদালতে জানানো হয়, তারা বিকেল ৪টের পরিবর্তে দুপুর ২টো থেকে মিছিল করবে। বিকেল ৫টার মধ্যে কর্মসূচি শেষ করবে। বিচারপতি জানান, পুলিশ বিষয়টি বিবেচনা করে অনুমতি দেবে। বিরোধী দলনেতা শুভেন্দু জানিয়েছেন, তিনিও কা
  • Link to this news (আনন্দবাজার)