• জ়ুবিন গর্গের মৃত্যু রহস্য তদন্তে বিচারবিভাগীয় কমিশন, জানালেন অসমের মুখ্যমন্ত্রী
    এই সময় | ০৪ অক্টোবর ২০২৫
  • জ়ুবিন গর্গের মৃত্যু নিয়ে রহস্য বেড়েই চলেছে। সিঙ্গাপুরে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় তাঁর। তবে এই মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন জ়ুবিন গর্গের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ।

    ইতিমধ্যেই জ়ুবিন গর্গের মৃত্যু ঘটনা তদন্ত করার জন্য বিশেষ তদন্তকারী টিম (SIT) গঠন করেছে অসমের প্রশাসন। এই মৃত্যু নিয়ে তদন্তের জন্য এ বার বিচারবিভাগীয় কমিশন গঠন করা হচ্ছে। শুক্রবার রাতেই এই কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

    জ়ুবিন গর্গের মৃত্যু ঘটনা তদন্ত করার জন্য একটি বিচারবিভাগীয় কমিশন গঠন করার আবেদন জানিয়েছিল অসমের সরকার। এই আবেদন জানানো হয় গুয়াহাটির হাই কোর্টে। অসম সরকারের এই অনুরোধে রাজি হয়েছে গুয়াহাটির হাই কোর্ট বলে জানিয়েছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী।

    তিনি জানিয়েছেন, কোনও অবসরপ্রাপ্ত বা প্রাক্তন বিচারপতিকে নিয়ে এই কমিশন না করার আবেদন জানানো হয়েছিল। এই অনুরোধ মেনে নিয়েছে আদালত। এই কমিশনের প্রধান হচ্ছেন গুয়াহাটির হাই কোর্টের বিচারপতি সৌমত্র সাইকিয়া। কোনও কর্মরত বিচারপতিকে এই ধরনের কমিশনের প্রধান করা একটি বিরল ঘটনা বলেও জানান তিনি।

    সেই সঙ্গেই অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জ়ুবিন গর্গের মৃত্যু নিয়ে তাঁর পরিবারের সদস্যরা বা যে কেউ কোনও তথ্য পেলে ওই কমিশনকে জানাতে পারবেন।

    অন্য দিকে, শুক্রবারই মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে নিজের বয়ান লিপিবদ্ধ করেছেন গরিমা সাইকিয়া গর্গ। জানা গিয়েছে, সিআইডি যে এফআইআর করেছিল তার প্রেক্ষিতে ওই বয়ান লিপিবদ্ধ করেন জ়ুবিন গর্গের স্ত্রী।

    আর এক দিকে, বিস্ফোরক অভিযোগও করেছেন গরিমা সাইকিয়া গর্গ। তাঁর দাবি, ‘জোর করে’ জ়ুবিনকে জলে নামানো হয়েছিল। একই সঙ্গে অবহেলার অভিযোগও করেন তিনি। জ়ুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন গরিমা।

    প্রসঙ্গত, ইতিমধ্যেই গ্রেপ্তাঁর করা হয়েছে সিদ্ধার্থ শর্মা-সহ চারজনকে। গ্রেপ্তার করা হয়েছে জ়ুবিনের দলের সদস্য শেখরজ্যোতি গোস্বামী এবং সহ-গায়ক অমৃতপ্রভা মহান্তকে। তাঁরা দু'জনেই জ়ুবিনের সঙ্গে ইয়ট পার্টিতে ছিলেন। তাঁদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে গুয়াহাটির আদালত।

  • Link to this news (এই সময়)