• কার্নিভ্যালের জন্য বারাসতের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ, শনিবার কোন রাস্তা এড়িয়ে চলবেন?
    এই সময় | ০৪ অক্টোবর ২০২৫
  • কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও পুজো কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে। বারাসতেও এ বছর পুজোর কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে শনিবার। কার্নিভ্যালের জন্য বারাসত-মধ্যমগ্রামে বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কী জানাচ্ছে প্রশাসন?

    জেলা প্রশাসন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা জেলার বারাসত, ব্যারাকপুর, বনগাঁ এবং বসিরহাটে পৃথক জায়গায় কার্নিভ্যালের আয়োজন করা হবে। জেলা সদর বারাসাতে মোট ১৩টি পুজো কার্নিভ্যালে অংশগ্রহণ করবে। বিকেল চারটে নাগাদ শুরু হবে অনুষ্ঠান। এই সময়ে যশোর রোড ও টাকি রোডের একাংশ দুপুর ১টা থেকে যান চলাচলের জন্য বন্ধ রাখা হবে। যতক্ষণ কার্নিভাল চলবে, ততক্ষণই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে।

    পুলিশের তরফে জানানো হয়েছে, বিকল্প রুট হিসেবে যাত্রিবাহী বাসগুলিকে ডাকবাংলোর রথতলা থেকে ঘুরিয়ে দেওয়া হবে। টোটো ও অটোকেও ভিতরের রাস্তা দিয়ে ঘোরানো হবে। ইতিমধ্যেই জাতীয় সড়কের দু’পাশের রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।

    ডিএসপি ট্রাফিক নীহাররঞ্জন রায় জানান, কার্নিভ্যাল চলাকালীন যশোর রোড দিয়ে কোনও যান চলাচল করবে না। সকলের সহযোগিতায় এ বারের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

  • Link to this news (এই সময়)