নয়াদিল্লি: দেশের হাইওয়েতে যাত্রা আরও সুবিধাজনক হতে চলেছে। নিজেদের নির্দেশিকায় সংশোধন আনছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আর সেই সুবাদেই রাস্তার পাশে থাকা সাইনবোর্ডগুলি নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা করা হচ্ছে। সাইনবোর্ডগুলি যাতে আরও তথ্যবহুল হয়ে উঠতে পারে এবং গাড়িচালকদের সঠিকভাবে সাহায্য করতে পারে, সেকথা মাথায় রেখেই কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে হাইওয়েতে থাকা প্যানেলে থাকবে কিউআর কোড। যা স্ক্যান করলেই এলাকার যাবতীয় জরুরি পরিষেবার তথ্য পেয়ে যাবেন যাত্রীরা। হাসপাতাল, থানা, পেট্রল পাম্প, গাড়ি মেরামতির দোকান, ই-চার্জিং স্টেশন সংক্রান্ত তথ্য থেকে শুরু করে মিলবে একাধিক হেল্পলাইন নম্বরও। পাশাপাশি সংশ্লিষ্ট হাইওয়ে সংক্রান্ত যাবতীয় তথ্যও জানা যাবে।