• পাকিস্তানের হয়ে চরবৃত্তি, গ্রেফতার ইউটিউবার
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৫
  • ফরিদাবাদ: পাকিস্তানি চর সন্দেহে হরিয়ানার পালওয়াল থেকে গ্রেফতার ইউটিউবার ওয়াসিম আক্রম। তদন্তকারীদের দাবি, পাক ইন্টেলিজেন্স সংস্থা আইএসআই এবং সেদেশের হাই কমিশনের হয়ে আক্রম চরবৃত্তি চালাচ্ছিলেন।

    পুলিশ জানিয়েছে, পালওয়ালের কোট গ্রামের বাসিন্দা আক্রম সম্প্রতি মেওয়াতের ইতিহাস নিয়ে ইউটিউবে ভিডিও পোস্ট করেছিলেন। বৃহস্পতিবার নিজের গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, গত তিন বছর ধরে তিনি পাকিস্তানের জন্য কাজ করে যাচ্ছিলেন। আক্রমের সঙ্গে আইএসআইয়ের একাধিক গোপন হোয়াটসঅ্যাপ মেসেজ উদ্ধার করেছে পুলিশ। বেশ কয়েকটি মুছে দেওয়া হলেও সাইবার সেলের সহায়তায় তা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

    গত সপ্তাহেই তৌফিক নামে আরও এক পাক চরকে গ্রেফতার করে পুলিশ। তার থেকেই আক্রমের খোঁজ পায় পুলিশ। জানা যাচ্ছে, আক্রম এবং তৌফিক ইন্টারনেট কলিংয়ের মাধ্যমে আইএসআই এবং পাক হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রাখতেন। অবশেষে তাঁদের নাগাল পেল পুলিশ। এই মামলায় পূর্ণাঙ্গ তদন্তের জন্য পুলিশ সুপার বরুণ সিংলাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)